বান্দরবান পৌরসভার বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর কখনো পার্বত্যবাসীর সাথে বেইমানী করবে না

॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥  বান্দরবান পৌরসভার উদ্দ্যোগে পৌর এলাকার ৩টি ওয়ার্ডে ৯ কোটি ৬৫ লক্ষ টাকার ৭টি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্ভোধন করা হয়েছে।
২৯ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় বান্দরবান পৌর এলাকার হাফেজ ঘোনা, অফির্সার ক্লাব সংলগ্নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উম্মোচন করে এই ৭টি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবীর সভাপতিত্বে উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো.শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো.রেজা সরোয়ার, পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারী অমল কান্তি দাশ, পৌরসভার সচিব মোঃ তৌহিদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মং সুই খই, পৌরসভার কাউন্সিলর সৌরভ দাশ শেখর, অজিত কান্তি দাশ, সালেহা বেগম, রাহিমা বেগম, উজলা তংচঙ্গ্যাসহ প্রমুখ।
উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্ভোধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বীর বাহাদুর কখনো পার্বত্যবাসীর সাথে বেইমানী করবে না, এসময় মন্ত্রী আরো বলেন, পার্বত্যবাসীর ভালোবাসায় পরপর ছয়বারের নির্বাচিত এমপি হয়েছি এবং যখন যা ওয়াদা করেছি তা পালন করেছি, কাউকে মিথ্যা আশ্বাস দিয়ে বিভ্রান্ত করিনি। এসময় পার্বত্য মন্ত্রী আরো বলেন, বান্দরবানসহ তিন পার্র্বত্য জেলার যে উন্নয়ন হচ্ছে তার প্রশংসার দাবীদার আমরা সকলে আর এই উন্নয়ন কাজে যারা বাঁধা প্রদান করে এবং উন্নয়ন কাজ নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে মজা পায় জনগণ তাদের চিনে। এসময় মন্ত্রী জনগণকে নিজ নিজ এলাকার উন্নয়ন কাজের প্রতি নজর রাখার জন্য অনুরোধ করেন এবং কোন কাজে গাফিলতি পেলে মন্ত্রীকে সেই বিষয়ে অবগত করার জন্য আহবান ও জানান।
ইউ জি আই আইপি’র অর্থায়নে এই ৭টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে বান্দরবান পৌরসভার ৩টি ওয়ার্ডে। আর এই উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে পাকা সড়ক, আরসিসি ড্রেন, আরসিসি সিঁড়ি, আরসিসি রি-টেইনিং ওয়াল এবং আরসিসি বক্স কালভার্ট উন্নয়ন, আর এই প্রকল্পগুলো বাস্তবায়ন হলে পৌরবাসির অনেক অসুবিধা দুর হবে বলে জানান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের স্মরণে র‌্যালি ও দোয়া জুলাই এর গণঅভূত্থানে ছাত্র জনতার রক্তদান এবং অসংখ্যজনের পঙ্গুত্ব বরণের মধ্যদিয়ে আমরা নতুন দেশ পেলাম —–প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031