॥ নিজস্ব প্রতিবেদক ॥ মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি এক দিনের সফরে আগামী ৩১ অক্টোবর রাঙ্গামাটিতে আসছেন। রাঙ্গামাটি জেলা প্রশাসক থেকে প্রেরিত সফর সূচি সুত্রে এ তথ্য জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি শনিবার (৩১ অক্টোবর) সকাল ৭টায় চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি পার্বত্য জেলার উদ্দেশ্যে রওনা হবেন। এর পর সকাল ১০টায় রাঙ্গামাটি পার্বত্য জেলায় উপস্থিত এবং বিএফডিসি ও বিএফআরআই এবং মৎস্য অধিদপ্তরের কার্যক্রম পরিদর্শন করবেন। দুপুর ১টার দিকে রাঙ্গমাটি সার্কিট হাউজের উদ্দেশ্যে যাত্রা করবেন।
এর পর দুপুর সাড়ে ৩টায় কাপ্তাই লেরক বিএফডিসি’র মৎস্য উৎপাদনের কার্যক্রম পরিদর্শন করবেন এবং সন্ধ্যা ৭টায় রাঙ্গামাটি সার্কিস হাউজে রাঙ্গামাটি র্পাত্য জেলার জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত মৎস্য ও প্রানি সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থা সমূহের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। পর দিন রবিবার (১ নভেম্বর) সকাল ৭টায় রাঙ্গামাটি পার্বত্য জেলা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবেন।