রাজস্থলীতে দুই ঘণ্টা ধরে স্থানীয় আঞ্চলিকদুই দলেরমধ্যে গোলাগুলি

॥ রাজস্থলী প্রতিনিধি ॥ রাঙ্গামাটির রাজস্থলীতে স্থানীয় আঞ্চলিক রাজনৈতিক দুই দলের মধ্যে দুই ঘণ্টা ধরে গোলাগুলি হয়েছে। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোন হতাহতের খবর পাওয়া না গেলেও স্থানীয়রা হতাহতের আশঙ্কা করছে।
শনিবার (২০ জানুয়ারি) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুর্গম গাইন্দা ইউনিয়নের মাঝামাঝি বাঙ্গালহালিয়া আগাপাড়া ম্রংখ্য এলাকায় ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের।
স্থানীয়রা জানায়, পাহাড়ি দুটি আঞ্চলিক সংগঠন জেএসএস সন্ত লারমা নেতৃত্বাধীন (জেএলএ) অনুমানিক ৭০ জনের একটি সঙ্ঘবদ্ধ দলের সাথে এম এন পি (মগপার্টি) সঙ্গে দুই ঘণ্টা ধরে প্রায় ১ হাজার রাউন্ড গুলির বিনিময় হয়েছে। অন্তঃকোন্দল এবং এলাকার অধিপত্য বিস্তারের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারনা এলাকাবাসীর।
স্থানীয়রা জানান, সকালে পাহাড়ি এলাকা পেড়িয়ে গোপন রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনার খবর পেয়ে ওই এলাকায় অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার পর থেকে এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।
এই বিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনসারুল করিম ঘটনা সত্যতা স্বীকার করে তিনি বলেন, সকালে বাঙ্গালহালিয়া ইউনিয়ন নাইক্যছড়া আগাপাড়া ম্রংখ্য পাড়া এলাকায় আঞ্চলিক দুইটি দলের মধ্যে বেশ কিছু গোলাগুলি হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে হতাহতের খবর এখানে পাওয়া যায়নি। ঘটনাস্থল এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালনা করছে। তারা ঘটনাস্থল থেকে আসলে হতাহতের বিষয়ে জানা যাবে।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930