আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সনাক-টিআইবি’র বিনম্্র

“দুর্নীতি একুশের চেতনার পরিপন্থী” এই স্লোগানে অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি চট্টগ্রাম মহানগরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে ২১ ফেব্রুয়ারি সকাল আটটায় নন্দনকানন হতে শোভাযাত্রা বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সনাক সভাপতি প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার ও ইয়েস উপ-কমিটির আহবায়ক অ্যাড. আখতার কবির চৌধুরীর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বজন সদস্য মোবারক হোসেন, টিআইবির প্রোগ্রাম ম্যানেজার মো: মেহদী হাসান, এরিয়া ম্যানেজার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, ইয়েস সহ-দলনেতা প্রেমানন্দ শীল এবং সনাক চট্টগ্রাম মহানগরের ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে সকাল দশটায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে চাই সহিংসতামুক্ত ও দুর্নীতিমুক্ত প্রিয় স্বদেশ…ও দুর্নীতি থামান প্লে কার্ড ও বিভিন্ন ধরনের দুর্নীতিবিরোধী ফেস্টুন নিয়ে বিভিন্ন বয়সের নারী পুরুষ যুব শ্রেণীর প্রতিনিধিরা অংশ গ্রহন করেন। সনাক সভাপতি প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন মজুমদারের সভাপতিত্বে ও এরিয়া ম্যানেজার মোহাম্মদ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুাষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, এ্যাডভোকেট আখতার কবির চৌধুরী, আবৃত্তিকার মিলি চৌধুরী, নারী নেত্রী রওশন আরা চৌধুরী, ইয়েস সদস্য আনোয়ার, আদর, প্রীতি প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে, গণতন্ত্র, সুশাসন, জবাবদিহিতা, সম-অধিকার, সাম্প্রদায়িক সম্প্রীতি; সহিংসতামুক্ত ও দুর্নীতিমুক্ত প্রিয় স্বদেশ গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930