অমর একুশে স্মরণে রাঙ্গামাটিতে বিস্তারিত কর্মসূচী আজ জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

অমর একুশে স্মরণে রাঙ্গামাটিতে বিস্তারিত কর্মসূচী
আজ জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
॥ নিজস্ব প্রতিবেদক ॥ আজ মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস। ১৯৫২সালে মাতৃভাষা বাংলার জন্য যারা জীবন উৎসর্গ করে মায়ের ভাষা বাংলাভাষাকে প্রতিষ্টিত করেছেন তাদের প্রতি বাংলাদেশের আবাল বৃদ্ধবনিতার শোকাবহ হৃদয় নিয়ে শ্রদ্ধা জানাবেন শহীদদের প্রতি। এ উপলক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসন নানা কর্মসুচী গ্রহন করেছে।
এদিকে রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সপ্তাহব্যাপী বই মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২১ ফেব্রুয়ারী হতে ২৭ ফেব্রুয়ারী ৭দিন ব্যাপী বিকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত বই মেলা চলবে। এছাড়া আলোচনা সভা ও সাংষ্কৃতি অনুষ্টানের আয়োজন করেছে।
অনুষ্ঠান সূচীর মধ্যে রয়েছে ২০ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমীতে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, ২১ ফেব্রুয়ারী রাত ১মিনিটে  রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্প স্তবক অর্পণ, সুর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় ছাত্র/ছাত্রীদের প্রভাত ফেরীর আয়োজন ও সকল সরকারী/বেসরকারী স্বায়ত্বশাসিত/আধা-সরকারী ভবনে জাতীয় পতাকা যথানিয়মে অর্ধনমিত রাখা।
২১ ফেব্রুয়ারী সুবিধামত সময়ে সকল মসজিদ, মন্দির, প্যাগোডা (কিয়াং), গীর্জায় শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা,  ২১ ফেব্রুয়ারী সন্ধ্যা ৬টায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে শহরের গুরুত্বপূর্ণ স্থান সমূহে ভ্রাম্যমান চলচিত্র প্রদর্শনী, ২১ ফেব্রুয়ারী সন্ধ্যা সাড়ে ৬টায় রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930