বান্দরবানে জোন সদর জামে মসজিদের উদ্বোধন সরকারের আন্তরিকতায় আজ পার্বত্য এলাকার উন্নয়নে আরো বেশি ভুমিকা রাখতে পারছি ——–বীর বাহাদুর এমপি

॥ রাহুল বড়–য়া ছোটন, বান্দরবান ॥ বান্দরবানে পুন:নির্মিত জোন সদর জামে মসজিদের উদ্বোধন করা হযেছে। সোমবার বিকেলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মসজিদের উদ্বোধন করেন।
এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনর প্রফেসর ড:আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ব্রিগ্রেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ যুবায়ের সালেহীন, এসইউপি, এনডিইউ, পিএসসি।
অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক আল জাহরানি আবদুল্লাহ ফয়সাল, সদর জোন কমান্ডার লে:কর্ণেল মো:মশিউর রহমান জুয়েল পিএসসি, পার্বত্য জেলা  পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, অতিরিক্ত জেলা প্রশাসক মো:হারুন-অর-রশীদ, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মো:শফিকুর রহমান, সদস্য কাজল কান্তি দাশ, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, মোজাম্মেল হক বাহাদুরসহ সেনাবাহিনীর বিভিন্ন পদ মর্যাদার কর্মকর্তা -কর্মচারী  ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
এসময় শুভেচ্ছা বক্তব্য দিতে গিয়ে সদর জোন কমান্ডার লে:কর্ণেল মো:মশিউর রহমান জুয়েল পিএসসি জানান, আনুমানিক ১৯২০ সালে বান্দরবানের সাংগু নদীর পাড়ে চট্টগ্রাম সাতকানিয়ার আমিরাবাদ থেকে আগত ৪জন বিশিষ্ট ব্যক্তিরা মিলিত হয়ে একটি মাটির তৈরি মসজিদ নির্মাণ করে, পরবর্তীতে ১৯৭৮ সালে বান্দরবান সেনানিবাস প্রতিষ্টার সময়ে মাটির তৈরি মসজিদটি সেনাবাহিনীর আওতায় চলে আসে, এরপর ১৯৮৭ সালে তৎকালিন মাটির তৈরি মসজিদটিকে পূর্ণ সংস্কার করে টিনশেডের একটি মসজিদে রুপান্তর করা হয়। ১৯৮৭ সাল হতে ২০১৬সাল পর্যন্ত এই মসজিদটি একই অবস্থায়  বিদ্যমান থাকলে ও পরবর্তীতে ১১জুন ২০১৬ ইং তারিখে বান্দরবান সদরের তত্বাবধানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এবং প্রফেসর ড:আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপির আন্তরিক প্রচেষ্টায় মসজিদটি পুন: নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আর এর মধ্য দিয়ে একবছরের মধ্যে ১তলা বিশিষ্ট মসজিদের কাজ শেষ হয়। অনুষ্টানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনর প্রফেসর ড:আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপি বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ছোয়া সর্বত্র লেগেছে। সরকারের উন্নয়নের অংশ হিসেবে পার্বত্য জেলার আনাচে কানাছে আজ মসজিদ, মন্দিরসহ নানান ধর্র্মীয় উপসনালয় প্রতিষ্টা হচ্ছে। এসময় তিনি সৌদি সরকারের সহযোগিতায় বাংলাদেশের বিভিন্ন স্থানে মসজিদ নির্মাণ করায় আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক আল জাহরানি আবদুল্লাহ ফয়সালকে সৌদি বাদশাকে ধন্যবাদ  প্রকাশ করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার, সরকারের আন্তরিকতায় আমরা আজ পার্বত্য এলাকার উন্নয়নে আরো বেশি ভুমিকা রাখতে পারছি। পার্বত্য এলাকার উন্নয়নে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা, চিকিৎসার উন্নয়ন ও সর্বোপরি ধর্মীয় প্রতিষ্টানের নির্মাণে এলাকায় ব্যাপক পরিবর্তন হয়েছে। এসময় প্রতিমন্ত্রী আগামীতে এলাকার উন্নয়নে আরো বেশ কিছু উন্নয়নমূলক কর্মকান্ড করার ঘোষনার পাশাপাশি পুন:নির্মিত জোন সদর জামে মসজিদের বাকী অসমাপ্ত কাজ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে সমাপ্ত করে দেওয়ার আশ্বাস প্রদান করেন। অনুষ্টানের শেষে ফিতা কেটে মসজিদের শুভ উদ্বোধন ও মসজিদের সম্মুখে বৃক্ষরোপন করার মধ্য দিয়ে অনুষ্টানের সমাপ্তি হয়।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930