চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজিদা শরমিন এর নেতৃত্বে ২৭ এপ্রিল ২০১৭খ্রি. বৃহষ্পতিবার, চট্টগ্রাম মহানগর এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে নগরীর কোতোয়ালী থানাধীন রিয়াজ উদ্দিন বাজার এলাকায় সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করার অপরাধে আল আমিন ম্যানসনের মেসার্স মা-মনি ট্রেডার্সকে ২ হাজার টাকা, আনজুমান মার্কেটের ক্যাবল ভিউ-২কে ১ হাজার টাকা, খালেক ম্যানশনের শাহ আমানত লেদারকে ৩ হাজার টাকা,সাইফুল এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, আয়েশা ম্যানশনের আল মক্কা ট্রেডার্সকে ১ হাজার টাকা,সাদিয়া লেদার হাউজকে ১ হাজার টাকা,এস এস রোডের শফি শুটকী বিতানকে ৫ হাজার টাকা, ইউনুছ ষ্টোরকে ৫ হাজার টাকা সহ সর্বমোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশিষ্ট বিভাগ সমূহের কর্মকর্তা/কর্মচারীগণ, সিএমপি পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।