পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে স্টেকহোল্ডার ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা বাস্তবায়নে আমাদের আরো গ্রহনযোগ্য প্রকল্প হাতে নিতে হবে —–দীপংকর তালুকদার এমপি

॥ নিজস্ব প্রতিবেদক ॥ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টির যে পরিকল্পনা তা বাস্তবায়ন করতে আমাদের সকলে আরো গ্রহণযোগ্য প্রকল্প হাতে নিতে হবে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, পার্বত্য অঞ্চলকে নিয়ে প্রধানমন্ত্রীর যে পরিকল্পনা রয়েছে তা বাস্তবায়নে আমাদের সকলকে কাজ করতে হবে।
বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে স্টেকহোল্ডার ক্যাম্পেইন বিষয়ক কর্মশালায় রাঙ্গামাটি সংসদ সদস্য ও পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি এ কথা বলেন। রাঙ্গামাটি জেলা পরিষদের এনেক্স ভবনে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে সভায় রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও রাঙ্গামাটি জেলা মৎস্য বিভাগের আহবায়ক অংসুছাইন চৌধুরী, রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ জাহিদুল ইসলাম, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস ও প্রকল্প পরিচালক জনাব মোঃ আবদুল্লা আল হাসান বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বলেন পার্বত্য অঞ্চলের মৎস্য সম্পদ উন্নয়নের ক্রিক প্রকল্প খুবই কার্যকরি ভুমিকা রাখছে। এই ধারা অব্যাহত রাখতে হবে। যে উপজেলায় কাজ হচ্ছে সেই উপজেলার দায়িত্ব প্রাপ্ত জেলা পরিষদ সদস্য ও নির্বাহী কর্মকর্তাকে সম্পৃক্ত করে কাজ বাস্তবায়ন করতে হবে।
কর্মশালায় প্রকল্পের চ্যালেঞ্জ, সম্ভাবনা ও বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
প্রকল্প পরিচালক জানান যে, পার্বত্য অঞ্চলের মৎস্য সম্পদ এবং পার্বত্য জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রকল্পটি কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে, প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে পার্বত্য অঞ্চলে মাছের উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে।
প্রকল্পের আওতায় এপ্রিল, ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি হলো ক্রিক উন্নয়নের জন্য বাঁধ ও ড্রেন নির্মাণ তিন পার্বত্য জেলায় ১৪৪টি তন্মধ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলায় ৫৮টি বিদ্যমান ক্রিক সংস্কার করা হয়েছে তিন পার্বত্য জেলায় ৭৩টি তন্মধ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলায় ৩১টি প্রদর্শনী খামার স্থাপন করা হয়েছে তিন পার্বত্য জেলায় ৭৮টি। তার মধ্যে রাঙ্গগামাটি পার্বত্য জেলায় ২৬টি সুফলভোগীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হয়েছে তিন পার্বত্য জেলায় ৩৯৮০ জন সুফলভোগীকে তন্মধ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলায় ১৪৮০ জন সুফলভোগীকে প্রশিক্ষণ প্রদান করা হয়।
বিকল্প কর্মসংস্থানে সহায়তা প্রদান করা হয় তিন পার্বত্য জেলায় ৭৭৫ জন নিবন্ধিত জেলে পরিবারের মধ্যে তন্মধ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলায় ৩৭৯ জন নিবন্ধিত জেলে পরিবারের মধ্যে বিকল্প কর্মসংস্থানে সহায়তা প্রদান করা হয়।
রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন বাঘাইছড়ি ও সদর উপজেলায় কাপ্তাই হ্রদে ২টি মাছের অভয়াশ্রম স্থাপন করা হয়েছে। এছাড়াও প্রকল্পের আওতায় রাঙ্গামাটি জেলাধীন কাউখালী মৎস্যবীজ উৎপাদন খামারসহ খাগড়াছড়ি এবং বান্দরবান জেলাধীন মৎস্যবীজ উৎপাদন খামারসমূহ মেরামত ও সংস্কার করা হয়।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের স্মরণে র‌্যালি ও দোয়া জুলাই এর গণঅভূত্থানে ছাত্র জনতার রক্তদান এবং অসংখ্যজনের পঙ্গুত্ব বরণের মধ্যদিয়ে আমরা নতুন দেশ পেলাম —–প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031