পবিত্র ঈদুল আযহার টানা ছুটিতে পর্যটকে মুখরিত বান্দরবানের পর্যটনকেন্দ্র

॥ নিজস্ব প্রতিবেদক ॥ পবিত্র ঈদুল আযহার টানা ১০ দিন ছুটিতে পর্যটকের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে পার্বত্য জেলা বান্দরবান। সবুজ পাহাড় আর আকাশ দেখতে প্রকৃতি প্রেমী মানুষের ঢল নেমেছে পাহাড় ঘেরা বান্দরবানে। পবিত্র ঈদুল আযহার টানা ছুটিতে পর্যটন শহর বান্দরবানে পর্যটকদের ভীড় জমতে শুরু করেছে। বান্দরবানের বিভিন্ন পর্যটন কেন্দ্র এখন পর্যটকদের আনাগোনায় মূখরিত। জেলা শহরের পর্যটনকেন্দ্র মেঘলা, নীলাচল, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরি, দেবতা খুম সহ বিভিন্ন পর্যটন স্পটগুলো এখন পর্যটকদের কোলাহলে মুখরিত। দীর্ঘদিন পর পবিত্র ঈদুল আযহার টানা ছুটিতে এসব পর্যটন কেন্দ্র এখন নারী পুরুষ শিশু বৃদ্ধসহ সকলের মিলনমেলায় পরিণত হয়েছে। পাহাড়, নদী, ঝিড়ি-ঝর্ণা আর প্রকৃতির অপরুপ রুপ দেখে মুগ্ধ পর্যটকরা। এদিকে দীর্ঘদিন বান্দরবানের থানচি ও রুমা উপজেলায় পর্যটনকেন্দ্র ভ্রমনে প্রশাসনের নিষেধাজ্ঞা থাকলে ও সম্প্রতি (৬ জুন) নিষেধাজ্ঞা বাতিল করে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র পর্যটকদের ভ্রমনের জন্য উন্মুক্ত করে দেয়ায় জেলায় বাড়ছে পর্যটকের সংখ্যা। টানা ছুটিকে কেন্দ্র করে বান্দরবানের হোটেল মোটেল আর রির্সোটগুলো পরিপূর্ণ হয়েছে পর্যটকদের আনাগোনায়। অন্যদিকে পর্যটকদের আরো আধুনিক মানের সেবা প্রদান আর সুযোগ সুবিধা বৃদ্ধি করে হোটেল মোটেলগুলো পার করছে ব্যস্ত সময়।
এদিকে পর্যটন ব্যবসায়ীর নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা বলছে, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও বান্দরবান সম্প্রীতির জেলা, আর এই জেলাতে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বদা সচেষ্ট রয়েছে।
বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মঞ্জুরুল হক জানান, পবিত্র ঈদুল আযহার দীর্ঘ ছুটিতে বান্দরবানে পর্যটকরা অনায়াসে আসতে পারবে এবং ভ্রমন করতে পারবে। অতিরিক্ত জেলা প্রশাসক আরো বলেন, বান্দরবানের অন্যান্য উপজেলা গুলোতে অসংখ্য পর্যটনকেন্দ্র রয়েছে এবং সেখানে ভ্রমন করতে আমরা পর্যটকদের উৎসাহিত করছি। তিনি বলেন, বান্দরবানের দুর্গম যেকোন স্থানে ভ্রমনে পর্যটকদের জেলা প্রশাসনের পাশাপাশি উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ রাখার জন্য তিনি অনুরোধ জানান।
দুর্গম পার্বত্য জেলা হলে ও অন্যান্য জেলার চেয়ে এই জেলার নিরাপত্তা ব্যবস্থা অনেকটাই ভালো, আর যেকোন বন্ধ উপলক্ষে জেলায় আগত সকল পর্যটকদের নিরাপত্তা দিতে প্রশাসনের পক্ষ থেকে ও নেওয়া হয়েছে আরো বাড়তি সর্তকতা।
এবারের ঈদুল আযহার বন্ধের টানা ১০ দিন ছুটি সবার জন্য আনন্দময় হোক, আর ছুটি শেষে পার্বত্য জেলা বান্দরবান থেকে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফেরত যাবে পর্যটকেরা এমটাই প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্টদের।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031