জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে অন্তর্বতীকালীন সরকারের উপদেষ্টাদের শ্রদ্ধা

॥ ডেস্ক রিপোর্ট ॥ শপথ গ্রহণের মধ্যে দিয়ে বৃহস্পতিবার (৮ আগস্ট) ১৭ জনের অন্তর্বতীকালীন সরকার গঠিত হয়েছে। শপথ গ্রহণের পরদিন শুক্রবার (৯ আগস্ট) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বাকি উপদেষ্টা ম-লী। এরপর সেখান থেকে তারা গিয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। বেলা ১১টা ২০ মিনিটে ভাষা শহিদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান অন্তর্বতীকালীন সরকারের উপদেষ্টারা।
এদিন সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে জাতীয় স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান ড. মুহাম্মদ ইউনূস। এ সময় বৃষ্টি হলেও তার মধ্যেই পুষ্পস্তবক অর্পণের পর শহিদদের স্মরণে তিনি কিছু সময় দাঁড়িয়ে নীরবতা পালন করেন। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়।
প্রধান উপদেষ্টার পর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন অন্তর্বতী সরকারের অন্য উপদেষ্টারা। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহিদ বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বতীকালীন সরকারের অন্য উপদেষ্টারা। পরে ড. মুহাম্মদ ইউনূস পরিদর্শন বইয়ে সই করেন।
এর আগে বৃহস্পতিবার (৮ আগস্ট) নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৭ জনের অন্তর্র্বতীকালীন সরকার গঠন করা হয়। তারা হলেন, ১. সালেহ উদ্দিন আহমেদ ২. ড. আসিফ নজরুল ৩. আদিলুর রহমান খান ৪. হাসান আরিফ ৫. তৌহিদ হোসেন ৬. সৈয়দা রেজওয়ানা হাসান ৭. মো. নাহিদ ইসলাম ৮. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ৯. ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন ১০. সুপ্রদীপ চাকমা ১১. ফরিদা আখতার ১২. বিধান রঞ্জন রায় ১৩. আ.ফ.ম খালিদ হাসান ১৪. নুরজাহান বেগম ১৫. শারমিন মুরশিদ ১৬. ফারুকী আযম।
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সোয়া নয়টার পর বঙ্গভবনে অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূস। এরপর বাকি উপদেষ্টারাও শপথ গ্রহণ করেন। এরপর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ড. ইউনূস।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930