চট্টগ্রাম বিভাগের পাহাড়ী এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা: চট্টগ্রামে ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত,থাকবে ৪৮ ঘণ্টা

চট্টগ্রাম ব্যুরো :: মৌসুমী বায়ুর সক্রিয় থাকায় চট্টগ্রাম আরও ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয?া অফিস।
মঙ্গলবার (২০ আগস্ট) আবহাওয়া অফিসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রামসহ দেশের ৬টি বিভাগের কোথাও কোথাও মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১০ টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এর ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ী এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এদিকে, মঙ্গলবারও দিনভর থেমে থেমে বৃষ্টি হয়েছে চট্টগ্রামে। এর ফলে নগরের কিছু কিছু এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। নগরের চকবাজার, বাকলিয়া, চান্দগাঁও, কাপাসগোলাসহ বেশ কিছু নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। এরমধ্যে মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয় ৪০ মিলিমিটার।
পতেঙ্গা আবহাওয়া অফিস পূর্বাভাস কর্মকর্তা জহিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে বাংলাদেশের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গবীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ভারি বৃষ্টিপাতে ফলে পাহাড় ধসের শঙ্কাও রয়েছে। লঘুচাপ সক্রিয় থাকায় সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

রাঙ্গামাটিতে আর্ন্তজাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত রাঙ্গামাটি জেলা পরিষদ প্রতিবন্ধীদের কল্যানে কাজ করে যাবে —–কৃষিবিদ কাজল তালুকদার পরিবার ও সমাজ থেকে প্রতিবন্ধীদের কথা চিন্তা করতে হবে —-এ কে এম মকছুদ আহমেদ প্রতিবন্ধীদের দিয়ে ক্ষুদ্র শিল্প কারখানা গড়ে তুলুন —-সাখাওয়াৎ হোসেন রুবেল প্রতিবন্ধীদের সুরক্ষায় জেলা পরিষদ সহায়তা দেবে —–সাগরিকা রোয়াজা

দৈনিক ভোরের চেতনা ২৬ বছরে পদার্পণ উপলক্ষ্যে মতবিনিময় সভা প্রকৃতির সৌন্দর্য্য দেখতে চাইলে অবশ্যই রাঙ্গামাটিতে আসতে হবে —–মোহাম্মদ মোশারফ হোসেন খান আমার সাংবাদিকতার জীবনে হলুদ সাংবাদিকদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে আসছি —–এ কে এম মকছুদ আহমেদ

Archive Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031