ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউজে হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন

চট্টগ্রাম ব্যুরো :: দেশের শীর্ষস্থানীয় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি কমপ্লেক্সসহ বিভিন্ন গণমাধ্যমে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধনে অংশ নেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। মঙ্গলবার (২০ আগস্ট) বেলা সোয়া ২টায় এসএস খালেদ সড়কের কর্ণফুলী মিডিয়া টাওয়ারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিপুলসংখ্যক সাংবাদিক অংশ নেন। দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলানিউজের ডেপুটি এডিটর তপন চক্রবর্তী, দ্য ডেইলি সানের ব্যুরো প্রধান নুর উদ্দিন আলমগীর, নিউজটোয়েন্টিফোর টিভির ব্যুরো প্রধান শেখ গোলামুন্নবী জায়েদ, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ভারপ্রাপ্ত ব্যুরো প্রধান মুহাম্মদ সেলিম, মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন দৈনিক আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার আবু বক্কর সিদ্দিক, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সিনিয়র সাংবাদিক ওমর ফারুক প্রমুখ। মানববন্ধনে সংহতি জানান, দ্য ডেইলি স্টারের ব্যুরো প্রধান শিমুল নজরুল, দীপ্ত টিভির ব্যুরো প্রধান লতিফা আনসারী লুনা, দৈনিক কালবেলার ব্যুরো প্রধান সাইদুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ছাত্র-জনতার আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে দুর্বৃত্তরা সোমবার দেশের শীর্ষস্থানীয় মিডিয়া হাউজ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি কমপ্লেক্সে হামলার দুঃসাহস দেখিয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তারা বলেন, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসিতে দুর্বৃত্তের হামলার যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণ্য কাজ। বাংলাদেশে এ ধরনের ন্যক্কারজনক হামলা মেনে নেওয়া যায় না। সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। দেশের সব সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031