থানচি বিজিবি’র অভিযানে সন্দেহভাজন এক কেএনএফ সদস্য আটক

॥ থানচি প্রতিনিধি ॥ বান্দরবানের থানচি উপজেলায় ব্যাংক ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহভাজন রাম জা থাং পাতেং (৪০) নামে আরও এক কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্য আটক করেছে বিজিবি। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল তৈমুর হাসান খাঁন এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন। আটক রাম জা থাং পাতেং (৪০) থানচি ৩ নম্বর ওয়ার্ড শাহজাহানপাড়া টিওবি এলাকার সাপখোব এর ছেলে। প্রেস বার্তায় জানানো হয়, গত ৩ এপ্রিল থানচি সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনায় জড়িত কেএনএ’র একজন তালিকাভুক্ত সদস্য থানচিতে বিজিবির শাহজাহান পাড়া এলাকায় অবস্থানের খবর পেয়ে থানচি বিওপির কমান্ডার নায়েব সুবেদার শাহ মোঃ ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে বিজিবি’র একটি ‘বি টাইপ’ টহলদল অভিযান পরিচালনা করে। এসময় বসতঘরের খাটের নিচে লুকানো অবস্থায় রাম জা থাং পাতেংকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর নিকট হস্তান্তর করা হবে বলে জানানো। প্রসঙ্গত, গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, হামলা, পুলিশ-আনসারের অস্ত্র লুট এবং অর্থলুটের ঘটায় রুমা থানায় ১৪টি, থানচি থানায় ৪টি, বান্দরবান সদর থানায় একটি এবং রোয়াংছড়ি থানায় তিনটিসহ মোট ২২টি মামলা দায়ের করা হয়। এরই প্রেক্ষিতে যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ১১৬ জনকে গ্রেফতার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

Archive Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
2425262728