চকরিয়ায় সেনা কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যা, আরও দুইজন গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি :: কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছরোয়ারকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার মূলহোতা মো. নাছির ও তার সহযোগী এনামকে দুটি দেশীয় তৈরি বন্দুকসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যা ব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী। গ্রেপ্তার দুজন হলেন চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী রিজার্ভপাড?ার আব্দুল মালেকের ছেলে নাছির উদ্দিন (৩৮) এবং একই ইউনিয়নের মাইজপাড?ার মৃত নুরুল আলমের ছেলে এনামুল হক (৫০)।
র্যা ব জানিয়েছে, এ ঘটনায় দায়ের করা মামলায় এ পর্যন্ত প্রধান আসামি মো. বাবুল ওরফে বাবুল ডাকাতসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে আবুল কালাম বলেন, চকরিয়া উপজেলার কাহারিয়াঘোনা এলাকায় সেনা কর্মকর্তা হত্যার ঘটনায় জড?িত কয়েকজন আসামি অবস্থান করছে এমন খবরে যৌথ বাহিনীর একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় দেশীয় তৈরি দুইটি বন্দুক ও তিনটি গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। র্যা ব জানায় গ্রেপ্তার দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকা-ে প্রত্যক্ষভাবে জড?িত থাকার তথ্য স্বীকার করেছেন। গ্রেপ্তারদের মধ্যে নাছির উদ্দিন সেনা কর্মকর্তা তানজিমকে গলায় ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করেন। এ সময় তাকে সহযোগিতা করেন এনামুল হক। গ্রেপ্তারদের চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী। এর আগে গত সোমবার রাত ৩টার দিকে ডুলাহাজরা ইউনিয়নের পূর্ব মাইজপাড?া এলাকায? অভিযানের সময় ডাকাতের ছুরিকাঘাতে মারা যান লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন। বুধবার মধ্যরাতে পুলিশ সদস্য ও সেনা সদস্য বাদী হয়ে পৃথক আইনে চকরিয়া থানায় দুইটি মামলা করেন।
টাঙ্গাইলে জন্মগ্রহণকারী নির্জন পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর তিনি মিলিটারি একাডেমি থেকে ৮২তম দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে কমিশন লাভ করেন।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031