মিয়ানমার থেকে দেশের পথে ৮৫ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক :: মিয?ানমারের রাখাইনে অবস্থিত সিতওয?ে বন্দর থেকে আজ (শনিবার) ৮৫ জন বাংলাদেশি নাগরিক বাংলাদেশের উদ্দেশে রওনা হয?েছেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) মিয়ানমারের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়। রাখাইন রাজ্যে চলমান সংঘাতে সীমান্ত পেরিয?ে বাংলাদেশে আসা মিয?ানমার প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ফিরিয?ে নিতে কক্সবাজারে আগত মিয?ানমারের নৌবাহিনীর জাহাজ ‘ইউএমএস চিন ডুইন’ প্রত্যাবাসিতদের বহন করছে।
জাহাজটি আগামীকাল (২৯ সেপ্টেম্বর) প্রথম প্রহরের মধ্যে কক্সবাজারে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে। প্রত্যাগত ৮৫ জন বাংলাদেশির মধ্যে ২৬ জন মিয়ানমারের মলামাইন কারাগারে, ১৬ জন পাথেইন কারাগারে, ০৩ জন চকমারউ কারাগারে এবং বাকিরা রাখাইনের বিভিন্ন কারাগারে ছিলেন।
প্রত্যাবর্তনকারীদের অধিকাংশই (৫৬জন) কক্সবাজার, নারায?ণগঞ্জ ও নরসিংদী জেলার এবং বাকিরা বান্দরবান, রাঙ্গামাটি, খাগড?াছড?ি, নোয?াখালী ও ঢাকা জেলার বলে জানানো হয়েছে। ইয?াঙ্গুনস্থ বাংলাদেশ দূতাবাস এবং সিতওয?েস্থ বাংলাদেশ কনস্যুলেটের অব্যাহত প্রচেষ্টায় আরও একবার বাংলাদেশি নাগরিকদের দেশে তাদের পরিবারের কাছে ফেরত পাঠানো সম্ভব হয?েছে। এ নিয়ে গত ১৫ মাসে মিয?ানমারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সর্বমোট ৩৩২ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠাতে সক্রিয? ভূমিকা পালন করেছে। সর্বশেষ ০৮ জুন ৪৫ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছিল। বাংলাদেশ দূতাবাস, ইয?াঙ্গুন এবং বাংলাদেশ কনস্যুলেট, সিতওয?ে প্রত্যাগতদের পরিচয় যাচাইকরণ, তাদের জন্য ভ্রমণের অনুমতি প্রদান (ট্রাভেল পারমিট) এবং স্থানীয? কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয? করে

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930