দীঘিনালা আগ্নিকান্ডের ঘটনাস্থল বিভাগীয় তদন্ত সাত সদস্য কমিটির পরিদর্শন

॥ মো: সোহেল রানা দীঘিনালা ॥ খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় সাম্প্রতিক খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় বিচ্ছিন্ন ঘটনার মধ্যে দিয়ে ঘটে যাওয়া অগ্নিকা-ের ঘটনা পরিদর্শন করেছে। বিভাগীয় তদন্ত কমিটির সদস্যবৃন্দ সম্প্রতি খাগড়াছড়ি ও রাঙ্গামাটির সহিংসতার ঘটনায় গঠিত সাত সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। রবিবার (২৯সেপ্টম্বর) সকাল সাড়ে ১১টায় দীঘিনালা লারমা স্কোয়ারের বিচ্ছিন্ন ঘটনার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন তদন্ত কমিটির আহবায়ক
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ. নুরুল্লাহ্ নূরী। এসময় উপস্থিত ছিলেন তদন্ত কমিটি সদস্য খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) ও অতিরিক্ত পুলিশ সুপার। এসময় আরো উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মামুনুর রশীদ ও দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাকারিয়া, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি মো: সোহেল রানা ও সাধারণ সম্পাদক মো: আল আমিন। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা করা হয়। সেখানে সংঘর্ষের ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী, হতাহত পরিবারের সদস্য, স্থানীয় নেতৃবৃন্দ এবং ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেন তদন্ত কমিটির সদস্যরা।
আলোচনা সভায় কমিটির প্রধান সকলের উদ্দেশ্য বলেন, পাহাড়ে পাহাড়ি বাঙালি সবাই শান্তি চায়। এলাকার শান্তি, সম্প্রতি যাতে বজায় রাখতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে সেজন্য সবাই মিলে কাজ করতে হবে। সভা শেষে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ছড়াও দীঘিনালা উপজেলা ফায়ার সার্ভিস, পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও কয়েকজনের জবানবন্দি নেন তদন্ত কমিটি নেন।
আগামি ১৪ কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেয়ার কথা রয়েছে জানিয়েছেন।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30