রাঙ্গামাটিতে জুলাই-আগষ্ট ছাত্র জনতার গণঅভুর্থানে আহত ও শহীদদের স্মরনে স্মরণসভা

॥ নিজস্ব প্রতিবেদক ॥ ২০২৪ সালের জুলাই-আগষ্ট ছাত্র-জনতার গণঅভুর্থানে আহত ও শহীদদের স্মরনে স্মরণ সভা করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমা, রাঙ্গামাটি পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন, রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ নুয়েন খীসা, রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমাসহ অন্যান্য কর্মকর্তা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসময় রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান শহীদ পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং গণ-অভ্যুত্থানের শিক্ষা থেকে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করাসহ তাদের অধিকারের বিষয়ে সচেতন হওয়ার আহবান জানান।
সভায় বক্তারা বলেন, তৎকালীন ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া হায়নারা বর্তমানে পুরো দেশকে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারায় মেতে উঠেছে। তারা ভেতরে ভেতরে দেশ বিরোধী ষড়যন্ত্র শুরু করেছে। তাদের প্রতিহত করতে দেশের সকল শান্তিপ্রিয় ও দেশপ্রেমিক মানুষদের প্রতি আহ্বান জানান বক্তারা।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930