শীতবস্ত্র নিয়ে পাশে দাঁড়িয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন

॥ নিজস্ব প্রতিবেদক ॥ চলমান শৈত্য প্রবাহে রাঙ্গামাটির শীতার্ত ও দুস্থ মানুষের পাশে শীতবস্ত্র নিয়ে পাশে দাঁড়িয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। শীত মোকাবিলায় দুঃস্থ শীতার্তদের মাঝে বিতরণের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল এবং ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত কম্বলসমূহ শুক্রবার (৩ জানুয়ারি) বিকেল ৪টা হতে রাত অবধি রাঙ্গামাটি জেলার বিভিন্ন স্থানে একযোগে বিতরণ করা হয়। শুক্রবার (৩ জানুয়ারি) কম্বল বিতরণের আওতায় আসে রাঙ্গামাটি শহরের শহীদ আব্দুল আলী মঞ্চ প্রাঙ্গন, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকা ও মিতিংগাছড়ি এলাকা, সুখী নীলগঞ্জ এলাকা, কলেজ গেট এলাকা এবং বনরূপা বাজার এলাকায় প্রায় এক হাজার অধিক দুস্থ ও দরিদ্র মানুষ।
শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মোহাম্মদ হাবীব উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সদর উপজেলা নির্বাহী অফিসারসহ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও সহকারী কমিশনারবৃন্দ।
শীতার্ত গরীব ও অসহায় পরিবারগুলো প্রশাসনের এই উষ্ণ সহায়তা পেয়ে আনন্দিত। তারা এ উদ্যোগের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেলা প্রশাসনের এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জানান।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031