
॥ নিজস্ব প্রতিবেদক ॥ পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার নারীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আমাদের আরো বেশি কাজ করতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহাবুবা ফারজানা। তিনি বলেন, তরুণদের হাত ধরেই আমাদের দেশ বদলাতে শুরু করেছে। তাদের এই সাফল্যকে ধরে রাখতে হবে। তিনি বলেন, শিশু কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা কাজে তরুণদের কাজে লাগাতে হবে বলে তিনি মন্তব্য করেন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) বিকেলে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের শিশু কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের তারুণ্যের উৎসব ও বহিরাঙ্গণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রাঙ্গামাটি জেলা প্রশাসনের আবদুল আলী মঞ্চে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্ল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড.মোহাম্মদ আলতাফ উল-আলম, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের শিশু কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা ও যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ, বাংলাদেশ টেলিভিশনের জেনারেল ম্যানেজার নুরুল আজম তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের শিশু কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মাহাবুবা ফেরদৌস সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে তারুণ্যের উৎসব ও বহিরাঙ্গন অনুষ্ঠান নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।