
॥ বাঘাইছড়ি প্রতিনিধি ॥ রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার মুসলিম ব্লক বাজারে ভয়াবহ অগ্নিকা-ে ৩০টিরও বেশি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২১ মে) রাত আনুমানিক ১টার দিকে আলমগীর নামের এক কাপড় ব্যবসায়ীর দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানান স্থানীয়রা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়েছে। আর মুহূর্তেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। উপজেলায় ফায়ার সার্ভিস ষ্টেশন না থাকায় স্থানীয় জনতা, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা প্রায় দেড় ঘণ্টা আগুণ নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ চেষ্টার পর পরবর্তীতে দীঘিনালা থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে দীঘিনালা থেকে ফায়ার সার্ভিস আসার আগেই ৩০টিও বেশী দোকান পুড়ে যায়।
ভয়াবহ এই অগ্নিকা-ে মুদি, কাপড়, ওষুধ ও চায়ের দোকানসহ অন্তত ৩০টির বেশি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্থদের খোঁজ খবর নিচ্ছেন।
এদিকে বাঘাইছড়িতে ২০১৮ সালে ফায়ার স্টেশন নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করা হলেও এখনও কাজ শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও এলাকাবাসীরা। এই ঘটনায় দ্রুত ফায়ার স্টেশন নির্মাণের দাবি নতুন করে জোরালো হয়ে উঠেছে।