রাঙ্গামাটির বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা দিলেন এমপি চিনু

প্রতিটি মানুষের জীবনে ধর্মের গুরুত্ব অপরিসীম, ধর্মের অনুশাসনে থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে ধর্মীয় নেতাদের প্রতি আহবান জানিয়েছেন মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু। তিনি বলেন, আমরা ধর্মকে ভয় করিনা বলেই আমাদের সামনে এতো দূর্যোগ নেমে আসে। আমরা যদি ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে অন্যধর্মকে সম্মান করি তাহলে সমাজে কোন ধরনের বিশৃঙ্খলা সৃস্টি হবে না।
গত বুধবার জাতীয় সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু রাঙ্গামাটির বিভিন্ন মসজিদ-মন্দিরে আর্থিক সহায়তা প্রদান কালে এ কথা বলেন।
জেলা শহরের ভেদভেদীস্থ তার বাস ভবনে এসব অর্থ সহায়তা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম সাইদুল, এমপির একান্ত সহকারী মো. সালাউদ্দীন।
ফিরোজা বেগম চিনু বলেন, ভবিষ্যতে এ ধরণের সহায়তা আরও করা হবে। তিনি ধর্মীয় প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়কদের উদ্দেশ্যে বলেন, এসব প্রতিষ্ঠান তত্ত্ববধানের মাধ্যমে আপনারা জাতির একটি গুরুত্বপূর্ণ সেবা করছেন। আপনাদের এই কাজের বিনিময় নিশ্চয়ই উপরওয়ালা প্রদান করবেন। তবে কোনো সমস্যা হলে আপনারা আমাদের জানাবেন আমরা যথাসাধ্য সহযোগীতা করবো।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930