বন্দরনগরীতে ৪০৩টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে , ঈদ জামাতে ছাতা ও জায়নামাজ ছাড়া অন্য কিছু আনবেন না–সিএমপি কমিশনার

রোববার সকালে নগরীর জমিয়াতুল ফালাহ জামে মসজিদ মাঠে ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন শেষে এ আহ্বান জানান তিনি।

মুসুল্লিদের অতিরিক্ত জিনিস বহন না করার আহ্বান জানিয়ে ইকবাল বাহার বলেন, “যেহেতু বৃষ্টির দিন, ছাতা ও জায়নামাজ ছাড়া অন্য কিছু আনবেন না। এমনকি মোবাইল ফোনটিও আনবেন না।

“আশা করি কোনো রূপ জঙ্গি তৎপরতা থেকে শুরু করে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সম্ভাবনা নেই। তারপরেও কোনো কিছুকে ছোট করে না দেখে আমরা সর্বোচ্চ ভাবে প্রস্তুত আছি। কোনো আগাম সংবাদ পাওয়া গেলে যাতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারি।”

বন্দরনগরীতে ৪০৩টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে জানিয়ে সিএমপি কমিশনার বলেন, “এগুলোর মধ্যে ১৩৭টিকে আমরা বড় জামাত হিসেবে বিবেচনা করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি।”

জমিয়াতুল ফালাহ জামে মসজিদ ও আন্দরকিল্লা শাহী জামে মসজিদের ঈদ জামাতকে নগরীর বড় জামাত বিবেচনা করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

ইকবাল বাহার আরও জানান, জমিয়াতুল ফালাহ মসজিদের ঈদগাহ তিনটি প্রবেশ পথে আর্চওয়ে ও মেটোল ডিটেক্টর থাকবে এবং সবাই চেক হয়ে ঢুকবে।

ঈদের ফাঁকা নগরীতে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান সিএমপি কমিশনার ইকবাল বাহার।

তিনি বলেন, ঈদের দিন থেকে শুরু করে পরের দুই তিনদিন যে সমস্ত বিনোদন কেন্দ্রগুলো আছে সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। যাতে মানুষ উৎসবমুখর পরিবেশ নিয়ে স্বাচ্ছন্দ্যে ঘোরা ফেরা করতে পারেন।

এদিকে নিরাপত্তার জন্য নগরীতে ৯০টি মোটর সাইকেল টিম, ফুট পেট্রোল ও গাড়ি নিয়ে পেট্রোল টিম থাকবে বলে জানান কমিশনার।

থানায় টাকা রেখে যেতে ব্যবসায়ীদের আহ্বান

বেশি টাকা বহন না করার জন্য ব্যবসায়ীদের পরামর্শ দিয়ে সিএমপি কমিশনার বলেন, ব্যবসায়ীরা রাতে বা ভোরে দোকান বন্ধ করার পর যেহেতু ব্যাংকে টাকা রাখতে পারবেন না, সেহেতু জিডি করে থানায় টাকা রেখে যেতে পারবেন।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031