বান্দরবানে শুরু হয়েছে স্বাধীনতা দিবস ক্রিকেট লীগ

॥রাহুল বড়–য়া ছোটন,বান্দরবান॥ বান্দরবানে শুরু হয়েছে স্বাধীনতা দিবস ক্রিকেট লীগ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বান্দরবান জেলা স্টেডিয়ামে এই ক্রিকেট লীগ শুরু হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বেলুন উড়িয়ে ক্রিকেট লীগের শুভ সুচনা ঘোষনা করেন। এসময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার অর্নিবাণ চাকমা,অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো:আব্দুল রহিম চৌধুরী,সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, সহ-সাধারণ সম্পাদক মুজিবুর রশিদ,দিপ্তী কুমার বড়–য়া সহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্ধ ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। সকালে উদ্বোধনী খেলায় রিদম রয়েল ক্লাব ,বাংলা বয়েজ ক্লাবের মোকাবেলা করেন। এসময় টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলা বয়েজ ক্লাব । খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন বাংলদেশ ক্রিকেট বোর্ডের বান্দরবান জেলা ক্রিকেট কোচ রাহুল বিশ্বাস ও মো:হেলালুর রশিদ। ম্যাচ কোডিনেটর মো: তাহের টিপু। উদ্বোধনী খেলায় রিদম রয়েল ক্লাব ২৬ ওভার ২বলে ১২৬ রান করে ও বাংলা বয়েজ ক্লাব ৪২ ওভারে ২০৪ রান করে বিজয়ী হয়।  আজ শুক্রবার  আজিজনগর ক্রিকেট একাডেমী ও জি টিএল ক্লাব কালাঘাটা পরস্পরের মোকাবেলা করবে।  এবারের স্বাধীনতা দিবস ক্রিকেট লীগে মোট দশটি দল অংশ নিচ্ছে আর আগামী ১৬ইমার্চ লীগের ফাইনাল খেলা অনুষ্টিত হবে।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031