শপথ গ্রহণের দাবিতে চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান মেম্বারদের প্রধানমন্ত্রী ও সিইসি’র কাছে স্মারকলিপি প্রদান

॥ কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই ॥ কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নে নব নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের শপথ গ্রহণের দাবিতে বৃহস্পতিবার (২ মার্চ) প্রধানমন্ত্রী ও প্রধান নির্বাচন কমিশন বরাবার স্মারকলিপি প্রদান করা হয়। যৌথভাবে স্মারকলিপি প্রদান করেন নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, সংরক্ষিত আসনের সদস্য যথাক্রমে হোসনে আরা, নয়ন আক্তার, ফুশকারা বেগম, সাধারন আসনের সদস্য যথাক্রমে আবুল হাসেম, মোঃ মোস্তফা, আজিজুল হক, আবুল হাসনাত খোকন, মাইনুল ইসলাম, মোঃ মামুন, মাইনুল ইসলাম, আরশাদ আলী ও মাইন উদ্দিন। প্রধানমন্ত্রীর বরাবরে দেওয়া স্মারকলিপি গ্রহণ করেন কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন এবং প্রধান নির্বাচন কমিশনকে দেওয়া স্মারকলিপি গ্রহণ করেন কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা উৎপল বড়–য়া।
নব নির্বাচিত চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বলেন, গত বছরের ১২ নভেম্বর শান্তিপূর্ণ পরিবেশে চন্দ্রঘোনা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। ঐ নির্বাচনে নৌকা প্রতিকে তিনি ৬ হাজার ৩৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানেরশীষ প্রতিকে পান ৪৭৪ ভোট। নির্বাচনের এক মাসের মাথায় গেজেট প্রকাশিত হয়। কিন্তু ইতিমধ্যে ৪ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত তাদের শপথ অনুষ্ঠিত হয়নি। শপথ না হওয়ায় নির্বাচিত হয়েও তারা কোন দায়িত্ব পালন করতে পারছেননা। স্থানীয় জনগণ বিচার আচার, জন্ম সনদ পাওয়াসহ গুরুত্বপূর্ণ প্রয়োজনে কার কাছে যাবে কে সমাধান দেবে বুঝতে পারছেননা। এর ফলে মানুষ চরম ভোগান্তিতে পড়ছে ববলেও তিনি জানান।
এ ব্যাপারে কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন স্বারকলিপি গ্রহণ করার কথা স্বীকার করে বলেন, জেলা প্রশাসকের মাধ্যমে যথাযথ নিয়মে স্মারকলিপিটি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে। তিনি নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের দ্রুত শপথ হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন। সংশ্লিস্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন বলেও তিনি আশা প্রকাশ করেন। কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা উৎপল বড়–য়া বলেন, রিটার্নিং অফিসার হিসেবে আমাদের দায়িত্ব ছিল সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন করা। সেটা আমরা করতে পেরেছি। কিন্তু শপথ কেন হচ্ছেনা সেই বিষয়টি দেখা আমাদের দায়িত্বের মধ্যে পড়েনা। তিনি স্মারকলিপিটি যথা নিয়মে প্রধান নির্বাচন কমিশনারের কাছে পাঠাবেন বলেও জানান।
এদিকে নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী এবং নির্বাচিত সংরক্ষিত আসনের সদস্য যথাক্রমে হোসনেয়ারা, নয়ন আক্তার, ফুশকারা বেগম, সাধারন আসনের সদস্য যথাক্রমে আবুল হাসেম, মোঃ মোস্তফা, আজিজুল হক, আবুল হাসনাত খোকন, মাইনুল ইসলাম, মোঃ মামুন, মাইনুল ইসলাম, আরশাদ আলী ও মাইন উদ্দিন বৃহস্পতিবার (২ মার্চ) এই প্রতিনিধিকে বলেন, জনগণের সেবা করার প্রত্যয় নিয়ে আমরা নির্বাচন করেছি। জনগণ আশায় বুক বেঁধে ভোট দিয়ে আমাদের প্রতিনিধি নির্বাচিত করেছেন। এখন যদি জনগণের সেবা করতে না পারি তা হলে কোন মুখ নিয়ে আমরা আবার জনতার সামনে দাঁড়াবো। তাঁরা দ্রুততম সময়ের মধ্যে শপথ গ্রহণ সম্পন্ন করে নির্বাচিত প্রতিনিধিদের জন কল্যাণে কাজ করার সুযোগ করে দিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। অন্যথায় অনাকাঙ্খিত কোন পরিস্থিতির উদ্ভব হলে তার দায় প্রশাসনকেই নিতে হবে বলেও তারা হুশিয়ার করেন।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031