॥ নিজস্ব প্রতিবেদক ॥ অবৈধ অস্ত্রের বিরুদ্ধে সোচ্ছার হয়ে আগামী নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী দীপংকর তালুকদারকে বিজয়ের মালাপড়াতে মহিলা আওয়ামীলীগের সকল নেতাকর্মীদের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় কাজ করার আহবান জানিয়েছেন জাতীয় সংসদের মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু। তিনি বলেন, অস্ত্রের ঝনঝনানিকে আমরা ভয় করি না। অস্ত্র দিয়ে আর নির্বাচন করতে দেয়া হবে না। যেখানে অস্ত্র সেখানে তাদের রুখে দাঁড়াতে হবে। জনগনের উপর বড় শক্তি আর কিছুই নেই বলে তিনি মন্তব্য করেন।
গতকাল জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙ্গামাটি জেলা মহিলা আওয়ামীলীগ আয়োজিত শোক সভার আলোচনা সভায় রাঙ্গামাটি জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ফিরোজা বেগম চিনু সভাপতির বক্তব্যে এথা বলেন।
রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ কার্যালয়ে শোক দিবসের আলোচনা সভায় অন্যের মধ্যে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন বাবুল, দপ্তর সম্পাদক রফিক তালুকদার, আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অভয় প্রকাশ চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য সাধন মনি চাকমা, পরিষদের সদস্য মনোয়ারা জাহান আক্তার, মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি ঝর্ণা খীসা, ছাত্রলীগ রাঙ্গামাটি জেলার সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা। অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা মহতি দেওয়ান।
ফিরোজা বেগম চিনু বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসাবে আজ দেশকে একটি সমৃদ্ধিশালী রাস্ট্রে পরিণত করেছে। আওয়ামীলীগই নারী ক্ষমতায়ন বৃদ্ধিকে নারীকে একটি সম্মান জনকঅবস্থানে পৌছে দিয়েছে। প্রতিটি নারী আজ তাদের নিজের কর্মক্ষমতার মাধ্যমে নিজের সংসারের এবং দেশের অর্থনীতিকে ভ’মিকা রাখছে। নারীরা আগামী দিনে দেশের সম্পদে পরিণত হবে বলে তিনি মন্তব্য করেন।
এর আগে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন মহিলা আওয়ামীলীগের নেতরা।