॥রাহুল বড়–য়া ছোটন, বান্দরবান॥ বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষ্যে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে গতকাল সোমবার বিকালে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত হয়েছে।
জেলা প্রশাসক দিলীপ কুমার বনিকের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান জোন এর মেজর মোঃ শফিকুর রহমান পিএসসি, অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ ইয়াছির আরাফাত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মোঃ শফিকুর রহমান, রেডক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর, পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইচ প্রু মাস্টার, ক্ষুদ্্র নৃ গোষ্ঠী ইনস্টিটিউট পরিচালক মং নু চিং, মহিলা চেম্বার অব কর্মাস সভানেত্রী লালসানি লুসাই, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অং চ মং মারমা, সাবেক সুয়ালক ইউপি চেয়ারম্যান রাংলাই ¤্রাে, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম, আবুল হোসেন, সাবেক লামা উপজেলা চেয়ারম্যান মোঃ ইসমাইল, প্রেসক্লাব এর সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সিনিয়র সাংবাদিক মনিরুল ইসলাম মনু, প্রথম আলো প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা সহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন।
বক্তারা বলেন, আগামী ৩০ নভেম্বর ও ১লা ডিসেম্বর অত্যান্ত ঝাকঁ জমকপূর্ণ ভাবে বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২০বছর পূর্তি উদ্যাপন করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার তথা বান্দরবান জেলা প্রশাসন। এ উপলক্ষ্যে ৩০নভেম্বর সকাল ১০টায় জেলা প্রশাসন প্রাঙ্গন হতে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বা র্যালী বের করা হবে,পায়রা ও বেলুন উড়িয়ে শোভাযাত্রা আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে, জাতীয় পতাকা উত্তোলন, মঙ্গল প্রদীপ প্রজ্জলন, পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।