রাঙ্গামাটিতে : ৭৭ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর লক্ষ্য মাত্রা নির্ধারণ

॥ নিজস্ব প্রতিবেদক ॥ ৬ মাস থেকে ৫৯ মাস বয়েসী প্রায় ৭৭ হাজার ৮শত ৪০জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানোর লক্ষ্য মাত্রা নির্ধারণ করে আগামী ২৩ ডিসেম্বর রাঙ্গামাটি জেলার ১০ উপজেলা ও ২ টি পৌরসভায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পরিচালনার কর্ম পরিকল্পনা নির্ধারন করা হয়েছে।
এই লক্ষ্যে প্রতিটি শিশু যাতে নীল রঙের ও লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খেতে পারে সে ব্যাপারে ব্যাপক প্রচার-প্রচারনা চালানোসহ জেলার দূর্গম এলাকা সমূহের শিশুরা যাতে কর্মসূচীর আওতায় থাকে সে বিষয়ে স্বাস্থ্য বিভাগ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আগামী ২৩ ডিসেম্বর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করে তোলার লক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
রাঙ্গামাটি জেলার সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রাঙ্গামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, দৈনিক ইত্তেফাক রাঙ্গামাটি প্রতিনিধি ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদ, রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার বিনোদ শেখর চাকমা, বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন সিভিল সার্জন কার্যালয়ের গ্রোগ্রাম অর্গানাইজার মুসলিও উদ্দিন।
সভায় জানানো হয়, আগামী ২৩ ডিসেম্বর রাঙ্গামাটি জেলার ৬ হতে ১১ মাস বয়েসী ৯ হাজার ৩শত ৭২জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়েসী ৬৮ হাজার ৪শত ৬৮ জন শিশুকে একটি করে লাল রঙ এর ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ মাসের কম বয়েসী এবং ৬ বছর পার হওয়া শিশুদের যাতে এই ক্যাপসুল খাওয়ানো না হয় সে জন্য বিশেষ সতর্কতা ব্যবস্থা নেয়া হচ্ছে।
সভায় আরো জানানো হয়, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর সময় স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে একাধিক মনিটরিং টিমের মাধ্যমে ক্যাম্পেইন পরিচালনা করা হবে। এই সময় স্থায়ী টিকাদান কেন্দ্রেগুলোর পাশাপাশি অস্থায়ী টিকাদান কেন্দ্র এবং ভ্রাম্যমান কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে।
রাঙ্গামাটি জেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা কমর্রত প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

মুক্ত গণমাধ্যম চাই : সকল গণমাধ্যমে এক নীতিমালা, তথাকথিত ওয়েজ বোর্ড বাতিল, নিজস্ব বেতন বোর্ড, বিজ্ঞাপন ও ক্রোড়পত্র নীতিমালা নিয়ন্ত্রণ মুক্ত, প্রয়োজনীয় কাঁচামালের মূল্য কমানো ও মফস্বলের পত্রিকাগুলো সুযোগ-সুবিধা বৃদ্ধি করে টিকিয়ে রাখতে হবে

Archive Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031