॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাাটি জেনারেল হাসপাতালে রোগী বহনের জন্য নতুন আরো একটি এ্যাম্বুলেন্স সংযোজন করা হয়েছে। রবিবার (৭জানুয়ারি) সকালে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নতুন এই এ্যাম্বুলেন্স সংযুক্তির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
এ সময় রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার, জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডাঃ শওকত আকবর খান, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল ও হাসপাতালের চিকিৎসক, নার্স ও গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। স্বাস্থ্য মন্ত্রণালয় গত মঙ্গলবার (২জানুয়ারি) ঢাকায় রাঙ্গামাটি হাসপাতালের জন্য এই এম্বুলেন্সটি বরাদ্দ করে। রবিবার এ এ্যাম্বুলেন্স রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে সংযোজিত হয়। রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে এম্বুলেন্স প্রদান করায় প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, এই এ্যাম্মুলেন্স পাওয়ার ফলে জেলা সদর ও ১০টি উপজেলার মানুষ জরুরী রোগী পরিবহনে উপকৃত হবে। তিনি হাসপাতালে আসা রোগীদের সঠিক চিকিৎসা সেবা দিতে হাসপাতালের ডাক্তার ও নার্সদের পরামর্শ দেন। পরে চেয়ারম্যান জেনারেল হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডের রোগীদের খোঁজ খবর নেন।