ধারণ করার ক্ষমতা আছে যার, সেই হয় প্রকৃত ধর্মিক…….বীর বাহাদুর এমপি

॥রাহুল বড়–য়া ছোটন, বান্দরবান॥ ধারণ করার ক্ষমতা আছে যার, সেই হয় প্রকৃত ধর্মিক। তাই প্রত্যেক মানুষকে তার নিজ নিজ ধর্মের প্রতিশ্রদ্ধা ও ভক্তি রেখে নিজের কাজ করা উত্তম। বাংলাদেশ আওয়ামীলীগ সরকার ধর্ম বর্ণ নির্বেশেষে সকল ধর্মের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বান্দরবানের বালাঘাটা চিত্রসেন বৈদ্য পাড়ায় করুণাপুর বন বিহারের ভবন উদ্বোধন কালে এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় তিনি বলেন, আওয়ামীলীগ সরকারের উন্নয়ন বান্ধবতার কারনে আজ পার্বত্য জেলা গুলো উন্নয়নের জোয়ারে ভাসছে। আজ বান্দরবান জেলার প্রতিটা উপজেলা, ইউনিয়ন, পাড়া, মহল্লা থেকে শুরু করে প্রতিটা স্থানে উন্নয়নের ছোয়ায় আলোকিত। ধর্ম যার যার উৎসব সবার। আর সবার উৎসবে সবাই অতিথি হিসেবে উপস্থিত থেকে এক মিলনমেলার সৃষ্টির অন্যন্য নজির পার্বত্য জেলা বান্দরবান।
এসময় প্রতিমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকারের আমলে পার্বত্য জেলা সমুহে প্রত্যোক সম্প্রদায়ের জনসাধারন নিজ নিজ ধর্ম সুন্দরভাবে পালন করতে পারছে,আর এই আওয়ামীলীগ সরকারের আমলেই পার্বত্য এলাকায় মন্দির, মসজিদ, গীর্জাসহ নানান ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন সাধিত হচ্ছে।
শুক্রবার সকালে বান্দরবান পৌরসভা এলাকার করুণাপুর বন বিহারের নব নির্মিত ভবনের উদ্বোধন ও করুণাপুর বন বিহারের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিহার প্রাঙ্গনে দিনব্যাপী অনুষ্টিত হল নানা ধর্মীয় আয়োজন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার সকাল থেকেই শুরু হয় অষ্টবিংশতি বুদ্ধ পূজা, সিবলী পূজা, মহাসংঘদান, অষ্টপরিষ্কার দান, পঞ্চশীল গ্রহণ, ধর্মীয় সমবেত প্রার্থনাসহ নানান আয়োজন। এসময় বান্দরবান জেলা সদর ছাড়া ও তিন পার্বত্য জেলার আদিবাসী সম্প্রদায়ের নর-নারীরা উপস্থিত হয়ে ভগবান বুদ্ধের প্রার্থনায় জড়ো হয় এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোমবাতি ও ধুপ জালিয়ে সমবেত প্রার্থনায় অংশ নেয় ।
অনুষ্ঠানে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৩৭ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত করুণাপুর বন বিহারের নতুন ভবনের উদ্বোধন করেন। পরে বিকাল ৪টায় বালাঘাটার লেমুঝিড়ি পাড়া এলাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ২৫ লক্ষ টাকা ব্যায়ে লেমুঝিড়ি পাড়ায় সাধনা বন কুঠিরের ভাবনা কেন্দ্রের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন পার্বত্য প্রতিমন্ত্রী।
পরে করুনাপুর বন বিহার পরিচালনা কমিটির সভাপতি অসীম চাকমার সভাপতিত্বে ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিহার প্রাঙ্গনে দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন করুণাপুর বন বিহারের অধ্যক্ষ ধর্মদীপ্তি থের, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: ইয়াছির আরাফাত, পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্য সা প্রু, সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, সদস্য তিং তিং ম্যা মার্মা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, সহকারী প্রকৌশলী তুসি চাকমা, সহকারী প্রকৌশলী মো: নুর হোসেন, পৌর মহিলা কাউন্সিলর উজ্জলা তঞ্চঙ্গ্যা, করুনাপুর বন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিমল শান্তি চাকমাসহ বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন দায়ক দায়িকাবৃন্দরা উপস্থিত ছিলেন।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031