খাগড়াছড়ির মাইচছড়িতে ইউপিডিএফ’র এক সন্ত্রাসী চাঁদা আদায় কালে বিদেশী পিস্তলসহ আটক
খাগড়াছড়ির মাইচছড়িতে চাঁদা অাদায়কালে সাত রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশী পিস্তলসহ যতীন ত্রিপুরা(৩২) নামে ইউপিডিএফ’র এক সন্ত্রাসীকে অাটক করেছে নিরাপত্তা বাহিনী।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে মাইচছড়ি বাজার থেকে তাকে অাটক করা হয়। সে থলিবাড়ী গ্রামের কালি বন্ধু ত্রিপুরার(ওয়ার্ড কমিশনার) ছেলে।
নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, যতীন ত্রিপুরা দীর্ঘ দিন ধরে মাইচছড়ি বাজারে চাঁদা অাদায় করে অাসছিল। সে নিরাপত্তা বাহিনীর নজড়ে ছিল। সোমবার মাইচছড়ি বাজারে চাঁদা অাদায় করতে অাসলে তাকে সাত রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশী পিস্তলসহ চাঁদা আদায় কাজে ব্যবহৃত মটরসাইকেল আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
Post Views: ৬৩