বীর মুক্তিযোদ্ধার সন্তান ও পরিবার সমন্বয় পরিষদ এর উদ্যোগে আগামী ৫ই মে ২০১৮ তারিখ বেলা ২ টায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিতব্য ‘মুক্তিযোদ্ধা-জনতা সংহতি সমাবেশ’ সফল করার লক্ষ্যে গত ২৫ এপ্রিল সন্ধ্যা ৬ টায় মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা’র সন্তান নওশাদ মাহমুদ রানা, মোঃ হেলাল উদ্দীন, মোঃ সারওয়ার আলম মনি, লতিফুর রহমান আজিম, আব্দুর রহিম জুম্মান, মিজানুর রহমান সজিব, কাজী রাজিশ ইমরান, মুক্তিযোদ্ধা’র সন্তান মোঃ সাদ্দাম হোসেন মানিক, মোঃ সোহেল আহম্মেদ, মোঃ আসিফ ইকবাল, মোঃ সাইফুল ইসলাম প্রমুখ ।
সভায় মুক্তিযোদ্ধা-জনতা সংহতি সমাবেশ সফল করার উদ্দেশ্যে আগামী ২৮এ এপ্রিল শনিবার বিকেল ৫ চট্টগ্রাম অফিসার্স ক্লাবে এক প্রস্তুতি সভা এবং ২ মে বুধবার সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেস ক্লাব এ অবস্থিত ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে সংবাদ সম্মেলন আয়োজন এর সিদ্ধান্ত গৃহীত হয়। এতে বীর মুক্তিযোদ্ধা ও পরিবার সমন্বয় পরিষদ, চট্টগ্রাম সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।