মৈত্রী বিহারের সীমাঘরের ভিত্তি প্রস্তর করলেন দীপংকর তালুকদার

॥ নিজস্ব প্রতিবেদক ॥ আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে গতকাল শুক্রবার রাঙ্গামাটির রাজবন বিহার সহ রাঙ্গামাটির বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে ধর্মীয় পতাকা উত্তোলন, পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধ মূর্তি দান, সংঘ দান ও অষ্টপরিষ্কার দানসহ নানাবিধ দানীয় সামগ্রি ভিক্ষ সংঘের উদ্দেশ্য উৎস্বর্গ করা হয়।
রাঙ্গামাটি রাজ বন বিহারে ধর্মীয় উপদেশ দেন রাজ বন বিহারের ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাথেরো ও শ্রীমৎ জ্ঞানপ্রিয় মহাথেরো। এ ধর্মীয় অনুষ্ঠানে শত শত বৌদ্ধ পূর্নার্থী নারী-পুরুষ অংশ গ্রহন করেন।
বক্তব্য দেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, রাজ বনবিহার পরিচালনা কমিটির সভাপতি গৌতম দেওয়ান, পার্বত্য মন্ত্রনালয়ের প্রাক্তন উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান প্রমুখ। এ ধর্মীয় অনুষ্ঠানে শত শত বৌদ্ধ পূর্নার্থী নারী-পুরুষ অংশ গ্রহন করেন।
অপরদিকে রাঙামাটি মৈত্রী বিহারে আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে ধর্মীয় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য মন্ত্রনালয়ের সাবেক উপমন্ত্রী দীপংকর তালুকদার। এর আগে তিনি বিহারের সীমাঘরের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করেন। এছাড়া জেলার অন্যান্য বৌদ্ধ বিহারে আষাঢ়ী পূর্ণিমা উদযাপিত হয়েছে।
এদিকে শুভ আষাঢ়ী পুর্ণিমা ধর্মীয় ভাবগাম্ভীয্য মধ্যদিয়ে বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে উদযাপন উপলক্ষে কৃতি ছাএছাএীদের সম্মামনা প্রদানও
প্রতিযোগিদের পুরস্কার বিতরন অনুষ্টানে সভাপতিত্ব করেন ভদন্ত করুনা পাল ভিক্ষু উপাধ্যক্ষ বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার। প্রধান অথিতি পার্বত্য এলাকার সকল সম্প্রদায়ের ঐক্যর প্রতিক জননেতা দীপংকর তালুকদার, স্বাগত বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা রনজিত কুমার বড়ুয়া সিনিয়ার সহ-সভাপতি।
সাবেক সভাপতি শিক্ষক সনৎ কুমার বড়ুয়া সহ সভাপতি সুকুমার বড়ুয়া উপদেষ্টা শিঃ সংঘপ্রিয় বড়ুয়া এডঃ কল্যান মিএ চৌঃ সমির কুমার বড়ুয়া শুভেচ্ছা বক্তব্য সংস্হার সাধারন সম্পাদক উদয়ন বড়ুয়া। সুকুমার মুৎসুদ্দী শিঃ সন্তোষ কুমার বড়ুয়া। ছাএছাএীদের সম্মামনা ও প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরন অনুষ্টান পরিচালনা করেন।
উদযাপন কমিটির আহবায়ক সুজিত বড়ুয়া লাবু, মিল্টন বড়ুয়া সহযোগিতায় ধীমান বড়ুয়া হিরন বড়ুয়া দীপক বড়ুয়া নিখিল বড়ুয়া আশিষ বড়ুয়া হারাধন মুৎসুদ্দী বিধান বড়ুয়া উজ্জ্বল কুমার বড়ুয়া সুজিত বড়ুয়া বিশ্বজিত বড়ুয়া স্নেহষীশ বড়ুয়া সেন্টু, উওম বড়ুয়া প্রমুখ।
উল্লেখ্য এ আষাঢ়ী পূর্ণিমার মধ্য দিয়ে বৌদ্ধ ভিক্ষুরা তিন মাস ব্যাপী বর্ষাবাস পালন করে থাকেন।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031