॥ অনুপম মারমা, থানচি ॥ বান্দরবানে থানচিতে তিন্দু ইউনিয়নের কাইক্য খুমি পাড়া বিজিবি অভিযান চালিয়ে ৬টি পপিক্ষেত ধংস করা হয়েছে। বিজিবি অভিযানে খবর পেয়ে পপিক্ষেত মালিকরা পালিয়ে গেলে কাউকে আটক করার সম্ভব হয় নি। মঙ্গলবার (১১ফেব্রুয়ারী) দুপুরের তিন্দু মূখ বিজিবি কাম্পে অধিনায়ক নায়েক সুবেদা মোঃ মোকলেছুর রহমান গোপন সংবাদটি ৩৮ বাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল সাবীর হাসান মজুমদারকে অভিহিত করলে অধিনায়ককের নিদের্শের ভিত্তিতে তিন্দু মূখ বিজিবি কাম্পে অধিনায়ক নায়েক সুবেদা মোঃ মোকলেছুর রহমান নেতৃত্বে ১৫জন বিজিবি সদস নিয়ে অভিযান চালাই এ সময় তিন্দু ইউনিয়নের ২নং ওয়ার্ডে কাইক্য খুমি পাড়ায় জুম এলাকায় পাশ^বর্তী ঝিড়িতে দুপুর ১টা হতে বিকাল ৬টা পর্যন্ত প্রায় ৬ ঘন্টার অভিযান চালিয়ে ৬টি ছোট বড় পপি ক্ষেত ধংস করতে স্বক্ষম হয়।
পপি ক্ষেত ধংস করার সময় স্থানীয হেডমান কারবারী ও গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি বান্দরবানের রুমা উপজেলা শহর থেকে প্রায় ২০ কিলোমটার দূরে কেওক্রাডং পাহাড়ের আশপাশে গভীর জঙ্গলে অভিযান চালিয়ে প্রায় সাত একর জমির চারটি পপি ক্ষেত ধ্বংস করে র্যাব-৭ এর সদস্যরা, আর ৪ দিনের মাথায় সেনাবহিনীর সদস্যরা আরেক স্পটে অভিযান পরিচালনা করে এবং পপি ক্ষেত ধংসের পাশাপাশি একজনকে আটক করে।