
চট্টগ্রাম ক্লাবে বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর এর সাথে জাতীয়বাদী কর আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি, জাতীয়তাবাদী কর আইনজীবীর ফোরাম চট্টগ্রামের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মুছার নেতৃত্বে চট্টগ্রাম কর আইনজীবী ঐক্য পরিষদ ও ফোরামের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম কর আইনজীবী সমিতির ২০২০ নির্বাচনে কর আইনজীবী ঐক্য পরিষদের প্যানেলে সভাপতি পদ সহ বিভিন্ন পদে জয়লাভ হওয়ায় মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ীদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ভবিষ্যতে কর আইনজীবী সমিতির নির্বাচনে সবাই প্যানেলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানান। মতবিনিময় সভায় তিনি বলেন, বর্তমান দেশে কোন গণতন্ত্র নাই। সরকার মিথ্যামামলায় এবং বিচার বিভাগে হস্তক্ষেপে অন্যায়ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করে রেখেছেন। তিনি বর্তমানে গুরুত্বর অসুস্থাবস্থায় কারাবন্দী রয়েছেন। তাঁর মুক্তির ব্যাপারে আইনজীবীসহ দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করে আনতে হবে। এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ডাঃ শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, এড. মোস্তাফা কামাল মনছুর, কাজী লুৎফুল হায়দার, মোঃ আবু তাহের, মো. নাছির উদ্দিন, এড. এহতাশামুল আলম চৌধুরী পাপ্পু, এড. মোহাম্মদ সোলায়মান, এড. ইমাম উদ্দীন, এড. মো. আলমগীর, এড. মো. সাইফুল রহমান, এড. মো. জামাল উদ্দিন, এড. সৈয়দ মো. ইলিয়াছ, এড. আবদুর রাজ্জাক, এড. মো. আবদুল মতিন সহ আরো অনেক আইনজীবী ও মহানগর বিএনপি’র নেতৃবৃন্দ।