বিশ্বজুড়ে মহা’মারী আকার ধারণ করেছে করো’না ভা’ইরাস। অন্যসব দেশে শিক্ষা প্রতিষ্ঠান ব’ন্ধ ঘোষণা করা হলেও বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ না করায় নানা আলোচনা-স’মালোচনা হচ্ছে। এদিকে বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, স্থানীয় পর্যায়ে ক’রোনা ভা’ইরাস ছড়িয়ে পড়লে স্কুল ব’ন্ধ ঘোষণা করা হবে।রোববার (১৫ মার্চ) বিকেলে মাওলানা ভাসানী স্টেডিয়ামে বঙ্গবন্ধু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে তিনি একথা বলেন।বাংলাদেশে গত ৮ মার্চ ক’রোনা ভাই’রাসে আ’ক্রান্ত তিনজন এবং ১৪ মার্চ আরো দু’জন রো’গী পাওয়া যায়।প্রথম তিনজনের মধ্যে দু’জন বিদেশ থেকে আসায় তৃতীয় আরেক জনের শরীরে করো’না ছড়ায়। আর সবশেষ দু’জনের একজন ইতালি ও অপরজন জার্মানি থেকে দেশে ফিরেছিলেন। শিক্ষামন্ত্রী বলেন, আমাদের এখানে স্থানীয় পর্যায়ে কোনো সংক্র’মণই নেই। বিদেশ থেকে সংক্র’মণ বয়ে নিয়ে আসা, সেটি আমরা বন্ধ করার চেষ্টা করছি। সব জায়গায় খুব ভালো ব্যবস্থাও করা হয়েছে। সব স্থলবন্দরও বন্ধ আছে।আর বিমানবন্দরগুলোতেও ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা আসছেন তাদেরও কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হচ্ছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। ‘কিন্তু যদি কখনো এমন অবস্থা দেখা যায় যে স্থানীয় পর্যায়ে সংক্র’মণ ছড়িয়ে যাচ্ছে সে ক্ষেত্রে তখন প্রয়োজন হলে স্কুল বন্ধ করবো। প্রয়োজন হলে অবশ্যই পদক্ষেপ নেওয়া যেতে পারে। কিন্তু এখন পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ করার মতো কোনো ধরনের কারণ ঘটেনি। ’করো’না ভা’ইরাসে আ’তঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, সবার কাছে বিনীত অনুরোধ জানাবো আ’তঙ্কিত হবেন না, আত’ঙ্ক ছড়াবেন না।‘আসুন আমরা সবাই ব্যক্তিগত পর্যায় থেকে সতর্ক হই যেন এই ক’রোনা ভাই’রাস এখানে না আসে এবং কোনোভাবে ছড়িয়ে না পড়ে। যেন না আসে না ছড়ায়। আমরা যদি সর্তকতা অবলম্বন করি তাহলে পুরোটা ঠেকাতে পারবো। এ ব্যাপারে আমাদের সবার সচেষ্ট হতে হবে। অর্থাৎ, আত’ঙ্ক নয় সতর্ক হোন।’