পিতা তুমি বন্ধু তুমি বইয়ের মোড়ক উন্মোচন ::  আর্থিক দৈন্যতায় থেকেও জাতির পিতার প্রতি যে সম্মান কবি দেখিয়েছেন তা অবিস্মরণীয় — এ,কে,এম মকছুদ আহমেদ

॥ শেখ ইমতিয়াজ কামাল ইমন ॥ জাতির পিতার জন্ম শত বার্ষিকীতে জাতির পিতাকে নিয়ে বই প্রকাশ করে আরো একটি মহানুভবতার পরিচয় দিয়েছে কবি আরিফ বিল্লাহ সুফী গিয়াস উদ্দিন চৌধুরী বলে মন্তব্য করেছেন দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ,কে,এম মকছুদ আহমেদ। তিনি বলেন, আর্থিক দৈন্যতায় থেকেও জাতির পিতার প্রতি যে সম্মান কবি দেখিয়েছেন তা অবিস্মরনীয়। তিনি আগামী দিন গুলোতে আরো কিছু উপহার দেয়ার জন্য কবিকে অনুরোধ জানান।
গতকাল দৈনিক গিরিদর্পণ কার্যালয়ে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে রাঙ্গামাটির কবি আরিফ বিল্লাহ সুফী গিয়াস উদ্দিন চৌধুরীর লেখা পিতা তুমি বন্ধু তুমি বইয়ের মোড়ক উন্মোচন কালে তিনি এই কথা বলেন।
এ সময় সিলেট থেকে প্রকাশিত দৈনিক সুদিন ও সাপ্তাহিক সিলেট টাইমস এর সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ বাদশা গাজী, রাঙ্গামাটির রোভার স্কাউট নুরুল আবছার, রাঙ্গামাটি সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক গিরিদর্পণ বার্তা সম্পাদক নন্দন দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমেদ তালুকদার, রাঙ্গামাটি সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক মিল্টন বাহাদুর, চ্যানেল আই প্রতিনিধি মনসুর আহম্মেদ, রাঙ্গামাটির লেখক, সাংবাদিক ইয়াছিন রানা সোহেল, সাংবাদিক শিশির দাশ, সাংবাদিক শেখ ইমতিয়াজ কামাল ইমন সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
কবি আরিফ বিল্লাহ সুফী গিয়াস উদ্দিন চৌধুরী পিতা তুমি বন্ধু তুমি এই বইটিতে ১০২ টি কবিতা স্থান পেয়েছে। বইটিতে পিতা তুমি বন্ধু তুমি, মুজিবের ডাক, বন্ধু তুমি বঙ্গবন্ধু, মুজিব, বঙ্গবন্ধুর এক নাম, মুজিবের রক্ত শহীদেও রক্ত, মুজিব আমার কবিতা, বাংলাদেশ ও শেখ মুজিব, সাহসী সোনার ছেলে, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, মুজিব স্বাধীনতার ঢেউ, দেশ জনতার বন্ধু সহ বিভিন্ন কবিতা স্থান পেয়েছে।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031