
মুজিব শতবর্ষে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দলের নেতাকর্মীদের শান্তির পথে ফিরে আসার আহবান জানিযেছেন রাঙ্গামাটির সংসদ সদস্য ও রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি দীপংকর তালুকদার। তিনি বলেন, পাহাড়ের আঞ্চলিক সংগঠন গুলোর দৌরাত্ম যতদিন থামবে না ততদিন পাহাড়ের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সোচ্চার হতে পাহাড়ের সকল মানুষকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, পাহাড়ের শান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসনিা শান্তি চুক্তি করেছে। কিন্তু চুক্তির পর ও তারা পাহাড়ে সন্ত্রাসী চাঁদাবাজীর মতো জঘন্য কাজ গুলো কওে যাচ্ছে।
গতকাল রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতির জনকের জন্ম শত বার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটিতে রাজনৈতিক প্রতিহিংসায় নিহত আওয়ামীলীগের ৪ জন নেতাকর্মীর পরিবারকে সহযোগিতা করেছে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ।
গতকাল রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ কার্যালয়ে প্রতিটি পরিবারকে ৪ লক্ষ টাকা করে ১৬ লক্ষ টাকার অনুদান তুলেদেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার। এ সময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, কাউখালী উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য অংসুইপ্রু চৌধুরী, বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সদস্য ও জেলা পরিষদ সদস্য রেমলিয়না পাংখোয়া সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাজনৈতিক প্রতিহিংসায় নিহত পরিবার নেতাকর্মীরা হচ্ছে জুরাছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অরবিন্দু চাকমা, বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা, কাউখালী যুবলীগ নেতা মোঃ বাছির উদ্দিন ও রিজার্ভ বাজারের আওয়ামীলীগ কর্মী আব্্দুস সালাম এর পরিবারের সদস্যরা নগদ টাকা গ্রহণ করেন।