রাঙ্গামাটিতে কর্মরত সাংবাদিকদের মাঝে পিপিই বিতরণ করলেন সদর উপজেলা চেয়ারম্যান

॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটি জেলার কর্মরত সাংবাদিকদের মাঝে পার্সোনাল প্রোটেকটিভ ইকুপমেন্ট (পিপিই) বিতরণ করেছে রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান রোমান।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এসব পিপিই বিতরণ করেন। এসময় পিপিই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি রিপোর্টাস ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাংবাদিক ফোরামের সভাপতি বাংলা ভিমন রাঙ্গামাটি প্রতিনিধি নন্দন দেবনাথ, সহ সাধারণ সম্পাদক ও চ্যানেল আই এর রাঙ্গামাটি প্রতিনিধি মনসুর আহমেদ, দৈনিক প্রথম আলো পত্রিকার ফটো সাংবাদিক সুপ্রিয় চাকমা, একুশের টিভি’র রাঙ্গামাটি প্রতিনিধি ছত্রং চাকমা, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ইনডিপেনডেন্ট টিভির রাঙ্গামাটি প্রতিনিধি হিমেল চাকমা, ডেলি আবজারভার পত্রিকার শেখ ইমতিয়াজ কামাল ইমনসহ অন্যান্য সাংবাদিকরা।
এ সময় রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান রোমান বলেন, সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের নিরলস চেষ্টার কারণে মানুষ ঘরে বসে রাঙ্গামাটির সঠিক খবরগুলো পাচ্ছে। অথচ তাদের সুরক্ষার জন্য কেউ উদ্যোগ নিচ্ছেনা। এটি পরিলক্ষিত হওয়ায় তিনি যারা মাঠে কাজ করছে তাদেরকে পিপিই বিতরণের উদ্যোগ নেন। আগামীতে সাংবাদিকদের দুর্দিনে পাশে থাকার কথা বলেন রোমান।

Archive Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
2425262728