মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গানম্যান এএসআই কিশোর গ্রেপ্তার করেছে পুলিশ। ১৭ এপ্রিল, শুক্রবার দুপুর দেড়টার দিকে আশুলিয়ার শিমুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার সেই পিস্তল ও ৬ রাউন্ডগুলি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গাজীপুরের কালিয়াকৈর কুতুবদিয়া এলাকায় কিশোরের গুলিতে এক যুবক নিহত হন। আহত হন আরো একজন।
মাদক সেবনকালে বাকবিতন্ডার এক পর্যায়ে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পর কুতুবদিয়া থানার ওসি আলমগীর হোসেন মজুমদার জানিয়েছিলেন, মন্ত্রীর গানম্যান এএসআই কিশোর ছুটিতে কুতুবদিয়ায় তার গ্রামের বাড়িতে এসেছিলেন। সেখানে রাতে এ ঘটনা ঘটে। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।
Post Views: ১১২