বাঘাইছড়িতে আইসোলেশনে থাকা যুবকের মৃত্যু

মোঃজুয়েল বাঘাইছড়ি(রাঙ্গামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে থাকা ইমাম উদ্দিন(১৮) নামের এক যুবক চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা গেছে। সে শ্বাস কষ্ট, গলাব্যথা, জ্বর নিয়ে ১৫ই এপ্রিল বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।

এসময় তার শরীরে করোনা উপসর্গ পরিলক্ষিত হওয়ায় তাকে আইসোলেশনে রেখেছিলেন কর্তব্যরত চিকিৎসক। পরেরদিন ১৬ই এপ্রিল উক্ত যুবকের শারিরিক অবস্থার অবনতি হতে থাকলে মুমুর্ষ অবস্থায় তাকে চট্টগ্রামস্থ আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে রেফার্ড করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।

শুক্রবার ভোররাতে উক্ত যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইফতেখার আহম্মেদ। তিনি জানান, আমরা তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে প্রেরণ করেছি রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে তিনি করোনায় আক্রান্ত কিনা।

এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রোগীর বাড়ি ও আশপাশের বাড়ির সব পরিবারকে হোম কোয়ারেন্টিন করা হয়েছে। এছাড়া দুইটি প্রাইভেট ক্লিনিক, হেলথ কেয়ার ডাইগোনোস্টিক সেন্টার ও কেয়ার ডাইগোনোস্টিক সেন্টারকে রোগীর রিপোর্ট আশার আগ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30