রোয়াংছড়ি উপজেলার ছাইংগ্যার দানেশ পাড়ায় ত্রাণ সামগ্রী বিতরণ করলো সেনা রিজিয়ন

॥ রাহুল বড়–য়া ছোটন, বান্দরবান ॥ বান্দরবানের বিভিন্ন এলাকার দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সেনা রিজিয়ন।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ছাইংগ্যার দানেশ পাড়ায় করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদূর্ভাবে লকডাউনে থাকা ১শত অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় প্রতি পরিবারের মাঝে প্রত্যেককে ৫ কেজি চাল, আধা কেজি ডাল, ২ কেজি আটা, আধা কেজি তেল, আধা কেজি লবন, একপোয়া সুজি এবং ১ প্যাকেট বিষ্কুট বিতরণ করা হয়েছে।
ত্রাণ সামগ্রী বিতরণ কালে বান্দরবান সেনা রিজিয়নের কর্মকর্তা লেঃ রেজওয়ানসহ একদল সেনাসদস্য উপস্থিত ছিলেন।
সেনা কর্মকর্তা জানান, এই ত্রাণ বিতরণে বান্দরবান সদরের ফ্রেন্ডস ক্লাব অব বান্দরবান নামক একটি সংগঠন দরিদ্র পরিবারসমূহ চিহ্নিত করার ক্ষেত্রে সেনা সদস্যদের সহায়তা করেন। ইতিপূর্বে বান্দরবানের পার্বত্য অঞ্চলে বেসামরিক প্রশাসনের সাথে সমন্বয় পূর্বক বিভিন্ন দূর্গম এলাকাসমূহে বাংলাদেশ সেনাবাহিনী হেলিকপ্টার যোগে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে। দূর্গম এলাকার অসহায় ও দুঃস্থ পরিবারের সদস্যদের মাঝে সচ্ছলতা ফিরিয়ে আনতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা রয়েছে বলে জানান এ কর্মকর্তা।
তিনি আরো বলেন, ত্রাণ বিতরণ কার্যক্রমের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। পাহাড়ের জনগণের জানমাল রক্ষা ও যে কোন দূর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে এবং সেই ধারাবাহিকতা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য সদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930