॥রাহুল বড়–য়া ছোটন, বান্দরবান ॥ বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নতুন আরও ১ জনের করোনা প্রজেটিভ সনাক্ত হয়েছে। এ নিয়ে বান্দরবান জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাড়ালো ৫ জনে। তাদের মধ্যে ৩ জন পুরুষ এবং ২ জন নারী। স্বাস্থ্য বিভাগ জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে পাঠানো নমুনা টেস্ট রিপোর্টে কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে নতুন করে আরও ১ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমন ধরা পড়েছে, সে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের কম্বোডিয়া গ্রামের বাসিন্দা, নতুন আক্রান্ত নারীর বয়স ২৮ বছর। এর আগে চট্টগ্রামের বিআইটিআইডি ল্যাবে থানচি উপজেলার সোনালী ব্যাংকের গার্ড পুলিশ সদস্য আবু জাফর এবং বড়মদক এলাকার বাসিন্দা মারমা সম্প্রদায়ের পুরুষ শৈক্যচিং মারমা দুজনের করোনা প্রজেটিভ সনাক্ত হয়। অন্যদিকে লামা উপজেলায় সদর ইউনিয়নের মেরাখোলা মুসলিম পাড়ার বাসিন্দা একজন নারী রাশেদা বেগম (৩২) করোনা প্রজেটিভ সনাক্ত হয়। এছাড়াও কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবের পরীক্ষায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে তাবলীগ ফেরত পুরুষ আবু সিদ্দিক করোনা প্রজেটিভ সনাক্ত হয়, কিন্তু নিয়মিত চিকিৎসা শেষে রোববার বিকেলে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন প্রথম সনাক্ত হওয়া করোনা রোগী আবু সিদ্দিক। বান্দরবানের সিভিল সার্জন ডা: অংসুই প্রু মারমা বলেন, বান্দরবানে গেল সোমবার নতুন ১জনের দেহে করোনা প্রজেটিভ সনাক্ত হয়েছে, এনিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাড়ালো ৫জনের। তারমধ্যে থানচিতে আক্রান্ত ২জন বান্দরবান সদর হাসপাতালে, লামায় ১জন স্বাস্থ্য কমপ্লেক্সে এবং নাইক্ষ্যংছড়িতে ২ জন চিকিৎসাধীন রয়েছে। এদিকে করোনা সংক্রামকের কারণে গত ২৪মার্চ থেকে বান্দরবানের লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলা লক ডাউন রেখেছে প্রশাসন।