রাঙ্গামাটিতে পাহাড় ধ্বস ও প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত পাহাড় ধস ও প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে সর্বাত্মক প্রস্তুতি নেয়া হবে— এ,কে,এম মামুনুর রশিদ

॥ শেখ ইমতিয়াজ কামাল ইমন ॥ রাঙ্গামাটিতে মহামারী করোনা পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি আসন্ন বর্ষা মৌসুম সামনে রেখে পাহাড় ধস ও প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে করণীয় বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিসভায় জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাঈন উদ্দীন, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী,কৃষি অধিদপ্তরের উপপরিচালক পবন কুমার, ফায়ার ব্রিগেডের সহকারী পরিচালক রতন দাশ সহ বিভিন্ন সংস্থা ও বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২০১৭ সালের ১৩ জুন ভয়াল ভূমি ধসের ঘটনায় সদরসহ জেলার বিভিন্ন স্থানে ১২০ জনের প্রাণহানি ঘটে। যাদের মধ্যে ছিলেন ৫ সেনা সদস্য। এর পরবর্তী বছর ২০১৮ সালের বর্ষণে পাহাড় ধসে জেলার নানিয়ারচরে ফের ১১ জনের প্রাণহানি হয়েছে।
এবারও আসন্ন বর্ষায় যাতে আর কোনো প্রাণহানি না ঘটে, সেজন্য পাহাড় ধস ও প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে জেলা প্রশাসন। এসব প্রস্তুতির মধ্যে জনসচেতনতা সৃষ্টিসহ সর্বসাধারণকে পাহাড় কাটা থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেয়া হয়েছে। পাহাড় কাটার সংবাদ তাৎক্ষণিক জেলা ও উপজেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে বলেছে জেলা প্রশাসন। সভায় জানানো হয়েছে, পাহাড়ের পাদদেশ ও ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস থেকে বসতঘর সরিয়ে নিরাপদে যেতে। পাহাড়ের ঢাল, পাদদেশ বা চিহ্নিত স্থানে অবৈধ স্থাপনা নির্মাণ করা যাবে না। অবৈধ স্থাপনা নির্মাণ বিষয়ে জেলা প্রশাসনকে জানাতে বলা হয়েছে।
জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ বলেন, বিগত বছরগুলোতে রাঙ্গামাটি শহরে বড় ধরনের দুর্যোগ মোকাবেলার সম্ভব হয়েছে। তারপরও জেলার নানিয়ারচরে পাহাড় ধসে ১১ জন নিহত হয়েছেন। তাই বিগত বছর গুলোর মতো এবারও আগাম প্রস্তুতি নেয়া হচ্ছে। সবার সচেতনতা থাকতে হবে। গণসচেতনতার জন্য প্রত্যেক ওয়ার্ডে দুর্যোগ মোকাবেলা কমিটি গঠন, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট, রেডক্রস, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার, স্বেচ্ছাসেবী সংগঠন, এনজিওসহ সবস্তরের লোকজন নিয়ে দুর্যোগ প্রতিরোধে প্রস্তুত থাকতে আহবান জানান জেলা প্রশাসক।
তিনি সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় স্থানীয় ফায়ার সার্ভিস, এলজিইডি, বিদ্যুৎ বিভাগ, সঙক ও জনপথসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল সবাইকে প্রস্তুত থাকার আহবান জানান।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031