চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে নবাগত ৭১ জন চিকিৎসকের বরণ অনুষ্টান

চট্টগ্রাম ব্যুরো :: চট্টগ্রামে ৩৯তম বিসিএস’র ৭১ জন চিকিৎসকের যোগদান উপলক্ষে ১২ মে ২০২০ ইং মঙ্গলবার সকাল ১০টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে বরণ অনুষ্টান কনফারেন্স কক্ষে অনুষ্টিত হয়। অনুষ্টানের শুরুতে নবাগত প্রত্যেক চিকিৎসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বির সভাপতিত্বে অনুষ্টিত বরণ অনুষ্টানে রোগীদের চিকিৎসা-সেবার বিষয়ে গুরুত্বারোপ করেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ওয়াজেদ চৌধুরী অভি, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ও কোভিড-১৯ এর ফোকাল পারসন ডা. মোঃ নুরুল হায়দার। উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক সুজন বড়–য়া, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা লাক্রাইন চাক, জেলা পাবলিক হেলথ নার্স ছবি বড়–য়া, সিভিল সার্জন কার্যালয়ের প্রধান সহকারী মোঃ সাহিদুল ইসলাম ও জেলা স্টোর ইনচার্জ মোঃ জাহেদুল ইসলাম প্রমূখ। নবাগত কয়েকজন চিকিৎসক তাদের অনুভূতি ব্যক্ত করেন।
অনুষ্টানে সভাপতির বক্তব্যে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, সদ্য যোগদানকৃত নবাগত চিকিৎসকগণ আপাতত করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীদের চিকিৎসা-সেবায় নিয়োজিত থাকবে। তাদেরকে প্রথমাবস্থায় চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, ফৌজদারহাট বিআইটিআইডি, সিভাসু, ও চমেক হাসপাতালসহ যেসব হাসপাতালে সরকারীভাবে করোনা রোগীর চিকিৎসা দেয়া হবে সেখানে দায়িত্ব পালন করবে। পরিস্থিতি স্বাভাবিক হলে অন্যান্য সরকারী হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে কাজে যোগ দেবে তারা। একজন চিকিৎসক হিসেবে আর্ত মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করার উদাত্ত আহবান জানিয়ে প্রত্যেককে সততা, নিষ্টা ও আন্তরিকতার সাথে কাজ করার নির্দেশনা দেন তিনি।

রাঙ্গামাটিতে আর্ন্তজাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত রাঙ্গামাটি জেলা পরিষদ প্রতিবন্ধীদের কল্যানে কাজ করে যাবে —–কৃষিবিদ কাজল তালুকদার পরিবার ও সমাজ থেকে প্রতিবন্ধীদের কথা চিন্তা করতে হবে —-এ কে এম মকছুদ আহমেদ প্রতিবন্ধীদের দিয়ে ক্ষুদ্র শিল্প কারখানা গড়ে তুলুন —-সাখাওয়াৎ হোসেন রুবেল প্রতিবন্ধীদের সুরক্ষায় জেলা পরিষদ সহায়তা দেবে —–সাগরিকা রোয়াজা

দৈনিক ভোরের চেতনা ২৬ বছরে পদার্পণ উপলক্ষ্যে মতবিনিময় সভা প্রকৃতির সৌন্দর্য্য দেখতে চাইলে অবশ্যই রাঙ্গামাটিতে আসতে হবে —–মোহাম্মদ মোশারফ হোসেন খান আমার সাংবাদিকতার জীবনে হলুদ সাংবাদিকদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে আসছি —–এ কে এম মকছুদ আহমেদ

Archive Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031