॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটি সদর হাসপাতালের আরো এক নার্সের করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে রাঙ্গামাটি জেলা করোনা সনাক্ত হলো ৫। গতকাল মঙ্গলবার রাত ১২ রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয়ে চট্টগ্রাম থেকে রিপোর্ট আসলে রাঙ্গামাটি করোনা ফোকাল পারসন ডাঃ মোস্তফা কামাল এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মুলত আমরা আগের নার্সের হিস্ট্রি ট্র্যাকডাউন করে জানা যায় যে নার্স আগে আক্রান্ত হয়েছে তার সংস্পর্সে এসেছিলো এই নার্স। তাই আমরা তা নমুনা সংগ্রহ করে ৯ মে পরীক্ষার জন্য চট্টগ্রামে পাঠানো হয়। আমরা নমুনা সংগ্রহের দিন থেকেই তাকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানান ডাঃ মোস্তফা কামাল।
উল্লেখ্য, গত ৬ মে যে চারজনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছিলো দ্বিতীয় দফায় তাদের ৪ জনের রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে।
সোমবার (১১ মে) চট্টগ্রাম থেকে আসা রিপোর্টে তাদের দ্বিতীয়বারের করোনা পরীক্ষার ফলাফলে রাঙ্গামাটি সদর হাসপাতালের দায়িত্বরত সিনিয়র নার্স ও মোল্লা পাড়া এলাকার ৫০ বছর বয়সী একজন শ্রমিক, রিজার্ভ বাজার এলাকার ৯ মাস বয়সী শিশু ও দেবাশীষনগর এলাকার যুবকের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন রাঙ্গামাটি সিভিল সার্জন ডা. বিপাশ খীসা। গতকাল তৃতীয় দফায় তাদের আবারো রিপোর্ট চট্টগ্রামে পাঠানো হয়।
এদিকে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় করোনা সন্দেহে তিন জন করোনা রোগী নমুনা সংগ্রহ করে গত বৃহস্পতিবার (৭ মে) চট্রগ্রাম ভেটেরেনারী ও এ্যানিমেন্স সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে। এ রির্পোটের মধ্যে একজনের নেগেটিভ আসছে বলে হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলাঅং মারমা জানান, তাদের মধ্যে কোন সমস্যা এখন পর্যন্ত দেখা যায়নি। ইতিপূর্বে তারা ঢাকায় করোনা সন্দেহে নমুনা পরীক্ষা করলে রির্পোটে নেগেটিভ আসছে বলে জানান। তাদের কে আইসোলেশনে রাখা হয়েছে। আর দুই জনের রির্পোট আসলে বিস্তারিত জানাযাবে বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।