|| বাঘাইছড়ি প্রতিনিধি || রাঙ্গামাটির বাঘাইছড়িতে রাতে অন্ধকারে এলোপাতাড়ি ব্রাশ ফায়ার করেছে সন্ত্রাসীরা এতে স্থানীয় গ্রাম বাসীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ১৩ মে বুধবার রাত ৮ঃ ৩০ ঘটিকায় এই গুলিবিনীময়ের ঘটনা ঘটে। বাঘাইছড়ি থানার ওসি এমএ মনজুর ফায়ারের বিষয়টি নিশ্চিত করে বলেন বাঘাইছড়ি ইউনিয়নের তালুগদার পাড়া ১ নং রাবার বাগান এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীরা ৭/৮ রাউন্ড গুলিছুরে এতে কেও হতাহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, আমরা ধারনা করছি আদিপত্য বিস্তারের লক্ষে পাহাড়ের কোন একটি আঞ্চলিক দল গুলিবিনিময় করেছে। পুলিশ ও বিজিবির মোবাইল টীম তৎপর রয়েছে ভয়ের কোন কারণ নেই। উল্লেখ যে বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় পাহাড়ের আঞ্চলিক দলের ৪ টি গ্রুপের সমঅবস্থান রয়েছে প্রায় সময় আদিপত্য বিস্তারের লক্ষে নিজেদের মধ্যে বন্দুক যুদ্ধে লিপ্ত হয়, বাঘাইছড়ি এলাকায় রাবার বাগান,তালুগদার পাড়া, জীবতলী সহ বেশ কিছু এলাকায় এসব আঞ্চলিক গ্রুপের যাতায়াত কিছুটা বেড়েছে স্থানীয়দের ধারনা যেকোন সময় বড় ধরনের সংঘাত সংঘর্ষ হতে পারে।
Post Views: ৬৯