
॥ ইমতিয়াজ কামাল ইমন ॥ রাঙ্গামাটিতে শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করতে মাঠে নেমেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে শহরে চলাচলরত মানুষ যাতে মাস্ক ব্যবহার করে তার জন্য জোর তৎপরতা চালাচ্ছে।
মঙ্গলবার (২ জুন) সকালে রাঙ্গামাটি জেলা ম্যাজিস্ট্রেট একে এম মামুনুর রশিদের নেতৃত্বে জেলা প্রশাসনের একাধিক নির্বাহী মাজিস্ট্রেটগন এই অভিযানে অংশ নেন।
এসময় তারা রাঙ্গামাটি শহরের প্রধান প্রধান সড়ক, ট্রাক ট্রামিনাল, দোয়েল চত্বর, ব্যস্ততম জায়গা বনরূপাসহ বিভিন্ন এলাকা অভিযান পরিচালনা করা হয়।
এসময় মুখে মাস্ক ব্যবহার না করার কারণে প্রায় ১৭ জনকে আটক করা হয় এবং বেশ কয়েকজনের কাছ থেকে ৩হাজার ৪০০ টাকা জরিমানাসহ সাবধান করা হয় অনেকজনকে।
এই বিষয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আরিফুল ইসলাম জানান, রাঙ্গামাটি জেলা প্রশাসনের নেতৃত্বে রাঙ্গামাটি শহরে মাস্ক না পড়াদেও রিবুদ্ধে অভিযান শুরু হয়েছে। যারাই মাস্ক পড়বে না তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।