কাপ্তাই প্রতিনিধি : বিশ্ব মহামারি কোভিট-১৯ করোনা ভাইরাস সংক্রমন মোকাবেলা করতে অসহায় হয়ে পড়েছে খেটে খাওয়া হতদরিদ্র মানুষগুলো। শুধু হতদরিদ্র নয় দীর্ঘ দুইমাসের অধিক সময়ে লগডাউনে কর্মহীন হয়ে পড়েছে অনেক মধ্যবিত্ত পরিবার।চক্ষুলজ্জায় কাউকে বলতে না পেরে অসহায়ভাবে জীবনযাপন করছে মানুষগুলো। রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় সেইরকম নিম্মবিত্ত, মধ্যবিত্ত সহ প্রায় ৭০ টি পরিবারের মাঝে সেচ্ছাসেবী সংগঠন “চিরকুট” পৌঁছে দিয়ে খাদ্যদ্রব্যসামগ্রী। শুধু তাই নয় তৎমধ্যে পবিত্র ঈদ উপলক্ষে অধিকাংশ পরিবারকে তারা পৌঁছে দিয়েছে ঈদসামগ্রী এবং সেই সাথে তিনজন মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনকে উক্ত সংগঠনের পক্ষ হতে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সেচ্ছাসেবী সংগঠন চিরকুটের এডমিন মোঃ রাসেল জানান, করোনা ভাইরাসের প্রকোপে কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করা অসহায় পরিবারগুলোর কস্ট তিনি উপলব্ধি করেন এবং চিন্তা করেন কিভাবে তাদের সাহায্য করা যায়। যেই চিন্তা সেই কাজ। তিনি এবং তাঁর ঘনিষ্ট বন্ধু ফাহাদ, রুবেল, অপু সহ তাদের ব্যক্তিগত আর্থিক সহায়তা নিয়ে নেমে পড়েন অসহায় পরিবারগুলোর সাহায্যার্থে এবং গড়ে তুলেন চিরকুট সংগঠন। যেই সংগঠন থেকে কাপ্তাই উপজেলায় এই পর্যন্ত ৭০ টি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে সাহায্য পৌঁছানো হয়েছে। অনেক অসহায় পরিবার যারা খুব কস্টে দিন পার করছে এমন তথ্য পেলে তাদের নিকট চিরকুট পরিবার থেকে পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্যসামগ্রী। চিরকুট সংগঠনের এডমিন মোঃ রাসেল আরো বলেন সমাজের কল্যাণে, মানুষের কল্যাণে প্রতিনিয়ত তারা কাজ করতে চান। দেশের এই সংকটকালীন মুহুর্তে বিত্তবানদের প্রতি আহবান জানিয়ে বলেন যার যতটুকু সাধ্য অনুযায়ী যেন সবাই অসহায় পরিবার গুলোর পাশে দাঁড়ায়। তাহলে আর কোন অসহায় পরিবার কস্টে দিন পার করবে না বলে তিনি আশা করেন।