
॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ( এমএন লারমা) এর প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি সুধা সিন্ধু খীসা মৃুত্যবরণ করেছে। মঙ্গলবার রাত ১ টায় জেলার কদমতলী এলাকার সরকারি কোয়াটারে মৃত্যুবরণ করেছেন তিনি। তার বয়স হয়েছিল ৭৭। মুত্যুকালে তিনি ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। সুধা সিন্ধু খীসা দীর্ঘদিন পার্বত্য চট্টগ্রামরে আঞ্চলিক সাথে যুক্ত ছিলেন। সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি থেকে বেরিয়ে এসে ২০১০ সালে থেকে বেরিয়ে সুধাসিন্ধু খীসার নেতৃত্বে জনসংহতি সমিতি (এমএন লারমা) নামে নতুন সংগঠন প্রতিষ্ঠিত করে। তার মৃত্যু সংগঠনের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
গতকাল (বুধবার) দুপুরে তাঁকে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মুবাছড়িস্থ তাঁর গ্রামের বাড়ির পারিবারিক শ্মশানে সৎকার করা হবে। ষাটের দশকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বামপন্থী মেধাবী ছাত্রনেতা ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য সুধাসিন্ধু খীসার মুত্যতে শোক জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।