রাঙ্গামাটিতে নতুন করে আরো ৭ টি রিপোর্ট নেগেটিভ,সস্থ ৪৮ জন, মৃতু ২ জন

॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটিতে নতুন করে আরো ৭ টি রিপোর্ট নেগেটিভ এসেছে। রাঙ্গামাটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮২ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা। রাঙ্গামাটিতে করোনায় মারা গেছে এ পর্যন্ত ২ জন রোগী। এই পর্যন্ত রাঙ্গামাটিতে সুস্থ হয়েছে মোট ৪৮ জন।
রাঙ্গামাটি করোনার ফোকাল পারসন ডাঃ মোস্তফা কামাল জানান, গতকাল পর্যন্ত ১৪৫৯ জনের নমুনা পাঠানো হয়েছে। তার মধ্যে সকালে ৭ টি নতুন নেগেটিভ রিপোর্ট সহ মোট ১২৪৯ টি রিপোর্ট পাওয়া গেছে। সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছে ৪৮ জন করোনায় সনাক্ত রোগী।
এ দিকে, রাঙ্গামাটিতে আইসোলেশনে রয়েছে ৮ জন, হোম কোয়ারেন্টাইন ১হাজার ৯৬৫, প্রাতিষ্টানিক কোয়ারেন্টাইনে রয়েছে ১ হাজার ৭৬জন। আর ছাড়পত্র পেয়েছে ২ হাজার ৮৪৭ জন। জেলায় ক রোনায় আক্রান্ত রোগী ২ জনের মৃত্যু হ য়ে ছে।
অপরদিকে খাগড়াছড়িতে গত ২৪ ঘন্টায় এক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ নতুন করে আরও ১০ জন করোনা আক্রান্ত হয়েছে।
এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৫৫জন। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৮জন। নতুন আক্রান্তদের মধ্যে জেলা সদরে এক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ ৪ জন, মানিকছড়িতে ২ জন, রামগড়ে ২ জন, দীঘিনালায় ও মাটিরাঙায় একজন। বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাশ।

রাঙ্গামাটি জেলা প্রশাসককে বদলিজনিত ফুলেল শুভেচ্ছা জানিয়েছে রাঙ্গামাটি প্রেস ক্লাব কর্মময় জীবনে জেলাবাসীর পাশাপাশি সাংবাদিকরাও অনেক সাহায্য করেছেন —–মোহাম্মদ মোশাররফ হোসেন খান জেলা প্রশাসক হিসেবে তিনি বিভিন্ন ধরনের সমস্যা শক্তহাতে সমাধান করেছেন —-এ কে এম মকছুদ আহমেদ

Archive Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031