॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটিতে নতুন করে আরো ৭ টি রিপোর্ট নেগেটিভ এসেছে। রাঙ্গামাটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮২ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা। রাঙ্গামাটিতে করোনায় মারা গেছে এ পর্যন্ত ২ জন রোগী। এই পর্যন্ত রাঙ্গামাটিতে সুস্থ হয়েছে মোট ৪৮ জন।
রাঙ্গামাটি করোনার ফোকাল পারসন ডাঃ মোস্তফা কামাল জানান, গতকাল পর্যন্ত ১৪৫৯ জনের নমুনা পাঠানো হয়েছে। তার মধ্যে সকালে ৭ টি নতুন নেগেটিভ রিপোর্ট সহ মোট ১২৪৯ টি রিপোর্ট পাওয়া গেছে। সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছে ৪৮ জন করোনায় সনাক্ত রোগী।
এ দিকে, রাঙ্গামাটিতে আইসোলেশনে রয়েছে ৮ জন, হোম কোয়ারেন্টাইন ১হাজার ৯৬৫, প্রাতিষ্টানিক কোয়ারেন্টাইনে রয়েছে ১ হাজার ৭৬জন। আর ছাড়পত্র পেয়েছে ২ হাজার ৮৪৭ জন। জেলায় ক রোনায় আক্রান্ত রোগী ২ জনের মৃত্যু হ য়ে ছে।
অপরদিকে খাগড়াছড়িতে গত ২৪ ঘন্টায় এক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ নতুন করে আরও ১০ জন করোনা আক্রান্ত হয়েছে।
এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৫৫জন। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৮জন। নতুন আক্রান্তদের মধ্যে জেলা সদরে এক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ ৪ জন, মানিকছড়িতে ২ জন, রামগড়ে ২ জন, দীঘিনালায় ও মাটিরাঙায় একজন। বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাশ।